• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ট্রেন্ডিংয়ে থাকতেই হবে! রইল শুভশ্রী-রচনা-মাধুরীকে নাচানো ‘টাম টাম’ গানের অর্থ

Published on:

Viral Tum Tum Song Meaning and why everyone is dancing on Tum Tum Song

আজকের দিনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ‘ভাইরাল’ (Viral) শব্দটির সাথে পরিচিত এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। বলতে গেলে ইদানীগ আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া (Social Media)। যেখানে প্রতি মুহূর্তে আসতেই থাকে নতুন নতুন আপডেট।

আর মুহূর্তে মধ্যেই সেইসব নিত্যনতুন পোস্টে বয়ে যায় লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা। এভাবেই নিমেষের মধ্যেই ভাইরাল (Viral) হয়ে যায় বিভিন্ন পোস্ট। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মেতে ওঠেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গানের তালে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় (Social Media) দারুন ট্রেন্ডিং এমনই একটি জনপ্রিয় গান  (Trending Song) হল ‘টাম টাম’ (Tum Tum)।

সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রেন্ডিং গান,Trending Song,টাম টাম,Tum Tum,বলিউড,Bollywood,মাধুরী দীক্ষিত,Madhuri Dixit,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,টলিউড,Tollywood

সাউথের জনপ্রিয় তামিল সিনেমা ‘এনিমি’-র এই গানে এখন বুঁদ গোটা দেশ। আর থেকে বছর দুয়েক আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। সেই সিনেমার গানই এখন হঠাৎ করে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম সর্বত্র ছেয়ে গিয়েছে গানের রিল ভিডিওতে।

কেউ যাচ্ছেন শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে আবার কেউ নাচছেন নিজের বাড়িতেই। সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রেটি তালিকাটা কিন্তু বেশ লম্বা। টলিউড (Tollywood) হোক কিংবা বলিউড (Bollywood) পিছিয়ে নেই জনপ্রিয় অভিনেত্রীরাও। শাড়ি পরেই সদ্য এই গানে নাচতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে (Vidya Balan)। দুর্দান্ত নাচতে দেখা গেল বলিউডের ডানসিং কুইন মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit)।

সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রেন্ডিং গান,Trending Song,টাম টাম,Tum Tum,বলিউড,Bollywood,মাধুরী দীক্ষিত,Madhuri Dixit,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,টলিউড,Tollywood

সম্পর্কে সিলমোহর না দিলেও এদিন এই ট্রেন্ডিং গানে নাচতে গেল অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থকে। যদিও সবাই যে প্রশংসা পাচ্ছেন তা নয়। কিছুদিন আগেই এই ট্রেন্ডিং গানে নেচে তুমুল ট্রোল হয়েছিলেন টলি কুইন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। অন্যদিকে কোনো রকম প্র্যাক্টিস ছাড়াই এই গানে নেচে তুমুল কটাক্ষের মুখে পড়েছিলেন খোদ বাংলার দিদি নাম্বার ১ রচনা ব্যানার্জী (Rachna Banerjee)।


প্রসঙ্গত ২০২১ সালের সিনেমা ‘এনিমি’র এই গান বর্তমানে রাজ করছে রিল পাগল নেটিজেনদের মনে। জানা  যাচ্ছে ইউটিউবে ভিডিওটি এ পর্যন্ত ৩৪০ মিলিয়ন বার দেখা হয়ে গিয়েছে। আসলে এইভাবে গানই পারে দেশ কালের সীমা ছাড়িয়ে মানুষের মনে জায়গা করে নিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥