নব্বইয়ের দশককে (90s) অনেক সিনেপ্রেমী মানুষই ‘বলিউডের স্বর্ণযুগ’ আখ্যা দিয়েছেন। সেই সময় যেমন একদিকে ‘তিন খান’ সহ একাধিক প্রতিভাবান অভিনেতা ইন্ডাস্ট্রিতে (Bollywood) রাজত্ব করছিলেন, তেমনই পাল্লা দিয়ে অভিনয় করছিলেন একাধিক সুন্দরী অভিনেত্রীও (Actress)। কাজল, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে জুহি চাওলা, করিশ্মা কাপুর- আজকের প্রতিবেদনে নব্বইয়ের দশকের বলিউড কাঁপানো এমনই ৮ নায়িকার (90s Bollywood actress) এখনকার হদিশ তুলে ধরা হল।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) – ১৯৮৪ সালে ‘অবোধ’এর হাত ধরে বলিউড ডেবিউ করেছিলেন মাধুরী। তবে জনপ্রিয়তা পান ‘তেজাব’এ অভিনয়ের পর। ব্যস, এরপর থেকে আর ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘বেটা’, ‘দিল তো পাগল হ্যায়’ সহ নব্বইয়ের দশকে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন মাধুরী।
ঊর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar) – ঊর্মিলার কেরিয়ার শুরু হয়েছিল আশির দশকে। তবে রাম গোপাল ভার্মার ‘রঙ্গিলা’ ছবির হাত ধরে জনপ্রিয়তা পান অভিনেত্রী। এই ছবির পর থেকে ঊর্মিলার নাম হয়ে গিয়েছিল ‘রঙ্গিলা গার্ল’। ‘সত্য’, ‘জংলি’, ‘জুদাই’, ‘এক হাসিনা থি’, ‘কৌন’, ‘চমৎকার’ সহ নব্বইয়ের দশকের একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন ঊর্মিলা।
করিশ্মা কাপুর (Karishma Kapoor) – নব্বইয়ের দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন করিশ্মা। ১৯৯১ সালে ‘প্রেম কয়েদী’র হাত ধরে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন রণধীর কন্যা। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। ‘রাজা হিন্দুস্তানি’, ‘বিবি নম্বর ১’। ‘জুড়ওয়া’, ‘হাসিনা মান জায়েগি’, ‘দিল তো পাগল হ্যায়’ সহ বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন করিশ্মা। তবে বিয়ের পর অভিনয় দুনিয়া থেকে সরে যান তিনি।
তাবু (Tabu) – বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হলেন তাবু। নায়িকা হোক বা খলনায়িকা- সব চরিত্রেই তিনি সেরা। ১৯৮০ সালে তাবু কেরিয়ার শুরু করেছিলেন। অভিনেত্রীর ঝুলিতে রয়েছেন, ‘সাজন চলে শশুরাল’, ‘চাঁদনি বার’, ‘হেরা ফেরি’, ‘চিনি কম’, ‘বিজয়পথ’এর মতো সুপারহিট সিনেমা।
সোনালি বেন্দ্রে (Sonali Bendre) – নব্বইয়ের দশকের হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন সোনালি বেন্দ্রে। অবশ্য শুধুমাত্র হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, তেলেগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন সোনালি। ‘সরফরোশ’, ‘মেজরসাব’, ‘জিস দেশ মে গঙ্গা রেহতি হ্যায়’, ‘দিলজলে’, ‘হাম সাথ সাথ হ্যায়’র মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
কাজল (Kajol) – ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবির মাধ্যমে কাজলের বলিউড ডেবিউ হয়েছিল। স্টারকিড হলেও নিজের অভিনয় প্রতিভার মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন তিনি। তাঁর কয়েকটি হিট ছবির নাম হল ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘গুপ্ত’, ‘দুশমন’ প্রভৃতি।
জুহি চাওলা (Juhi Chawla) – ১৯৮৭ সালে ‘সুলতানাত’ ছবির মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন জুহি। তবে তাঁর প্রথম হিট ছবি হল ‘কয়ামত সে কয়ামত তক’ (১৯৮৮)। ব্যস, এরপর থেকে পিছন ফিরে দেখতে হয়নি জুহিকে। ‘ডর’, ‘লুটেরে’, ‘ইয়েস বস’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ সহ একাধিক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি।
রবীনা ট্যান্ডন (Raveena Tandon) – নব্বইয়ের দশকের হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন রবীনা। কারোর সাহায্য নয়, বরং সম্পূর্ণভাবে নিজের দমে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরি করেছিলেন তিনি।
একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন রবীনা। অভিনেত্রীর হিট ছবির লিস্টে নাম রয়েছে ‘মোহরা’, ‘দুলহে রাজা’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘গুলাম-এ-মুস্তাফা’র মতো সিনেমার নাম।