• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের পেটের ছেলেও বিন্দুমাত্র দেয় না পাত্তা! হতাশায় ভেঙে পড়লেন বলিউডের ডান্স ক্যুইন মাধুরী দীক্ষিত

Madhuri Dixit,মাধুরী দীক্ষিত,Bollywood,বলিউড,Reality Show,রিয়েলিটি শো,Dance Reality Show,ডান্স রিয়েলিটি শো,ডান্স দিওয়ানে

বলিউডের ( Bollywood) ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit)ও আজও মানুষের বুকে রাজত্ব করে বেড়াচ্ছেন। কোটি কোটি মানুষ এই অভিনেত্রীর ফ্যান। একাধিক পুরনো হিন্দি সিনেমাতে হিট পারফরম্যান্স দিয়ে বহু মানুষের মন জয় করেছেন তিনি। জনপ্রিয় এই অভিনেত্রীর সৌন্দর্যকে টেক্কা দেবে এমন দ্বিতীয় নাম পাওয়া যায়না৷ ।নিজের অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের জন্য শুধু দেশেই নয় সারা বিশ্বে তার জয়জয়াকার। আজও বলিউডের অন্যতম সফল অভিনেত্রীর তালিকায় প্রথমেই আসে তার নাম৷

অভিনয়ের পাশাপাশি, তার দুর্দান্ত নাচের প্রশংসা না করে পারা যায়না৷ তার ভুবন ভোলানো হাসিতে লক্ষ লক্ষ মানুষ তাঁদের হৃদয় হারিয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক বার আলোচনায় আসে মাধুরী দীক্ষিতের নাম। আসলে শিল্পীদের কাছে তো অনুরাগীরাই সব, তাদের কাছেই ভালো মন্দ নানা কথা শেয়ার করে থাকেন মাধুরী৷

Madhuri Dixit,মাধুরী দীক্ষিত,Bollywood,বলিউড,Reality Show,রিয়েলিটি শো,Dance Reality Show,ডান্স রিয়েলিটি শো,ডান্স দিওয়ানে

সম্প্রতি একটি রিয়েলিটি শোতে ( Reality Show) নিজের ছেলেকে নিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা গেল তাঁকে। আজকাল বিড় পর্দা থেকে দূরে থাকলেও ছোট পর্দায় বেশ জমিয়েই কাজ করছেন ডান্স ক্যুইন। বেশ কিছু শোয়ের বিচারকের আসনও তিনিই সামলাচ্ছেন। এখানেই মাধুরী নিজের ভালো মন্দ, ব্যক্তিগত জীবন নিয়ে নানান রকম কথা বলে থাকেন। সম্প্রতি রিয়েলিটি শোয়ের মঞ্চেই ছেলেকে নিয়ে দুঃখের কথা শেয়ার করতে শোনা যায় তাকে৷

Madhuri Dixit,মাধুরী দীক্ষিত,Bollywood,বলিউড,Reality Show,রিয়েলিটি শো,Dance Reality Show,ডান্স রিয়েলিটি শো,ডান্স দিওয়ানে

 

মাধুরী দীক্ষিত যখন ‘ডান্স দিওয়ানে’ ( Dance Deewane) শো-এর বিচারকের আসনে ছিলেন তখন একজন প্রতিযোগী তাঁর পারফরম্যান্স তাঁর মাকে উৎসর্গ করে বলেছিলেন, তাঁর মায়ের ফোন উপেক্ষা করা এবং তাঁকে গুরুত্ব না দেওয়ার জন্য তিনি খুব দুঃখিত বোধ করছেন।

Madhuri Dixit,মাধুরী দীক্ষিত,Bollywood,বলিউড,Reality Show,রিয়েলিটি শো,Dance Reality Show,ডান্স রিয়েলিটি শো,ডান্স দিওয়ানে

এই কথা শোনা মাত্রই মাধুরী দীক্ষিত উত্তর দেন যে, মাঝে মাঝে তাঁর ছেলেরাও তাঁকে গুরুত্ব দেয় না, যা তাঁর খুব খারাপ লাগে এবং তিনি বারবার তাদের ফোন করেন কিন্তু সে তাঁর কথা শোনে না। এছাড়াও মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit) আরও বলেন, এই পৃথিবীতে প্রতিটি মা তাঁর সন্তানদের রক্ষাকর্তা এবং তিনি যখন ছোট ছিলেন তখন তিনিও একই কাজ করতেন কিন্তু এখন তিনি নিজেই দুই সন্তানের মা হয়েছেন। এবং তাই তিনি এখন বুঝতে পারেন যে এটি কতটা কষ্ট দেয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥