বলিউডের ড্রিম গার্ল মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। সৌন্দর্য কথাটার নির্দিষ্ট কোনও সংজ্ঞা হয়তো কারও জানা নেই। কিন্তু বয়স ৫০ পেরিয়েও আজও যেভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন মাধুরী। দীর্ঘ চল্লিশ বছরের অভিনয় জীবনে উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা। তবে এবার বলিউডে ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা বা আরও ভালোভাবে বলতে গেলে সহ অভিনেতাদের স্বভাব ফাঁস করে দিলেন অভিনেত্রী।
হিন্দি সিনেমা জগতে নব্বইয়ের দশকের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন মাধুরী। দীর্ঘ অভিনয় জীবনে বলিউডের একাধিক বড় তারকাদের সাথে অভিনয় করেছেন তিনি। শাহরুখ খান, সালমান খান (Salman Khan) থেকে শুরু করে অক্ষয় কুমার (Akshay Kumar) ও বাকি অভিনেতাদের সাথেই কাজ করেছেন। তবে দুর্দান্ত অভিনয় করলেও অভিনেতাদের তুলনায় কম পারিশ্রমিক পেতেন অভিনেত্রী।
অনেকের মতেই বলিউড ইন্ডাস্ট্রিতে মহিলাদের লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয়। তবে বাকি অভিনেত্রীদের তুলনায় অনেক বেশি সাহসী মাধুরী, তিনি স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই ভালোবাসেন। অভিনেত্রীর মতে, শাহরুখ খান মহিলাদের প্রতি যথেষ্ট সন্মান দেন। শাহরুখ খানের সাথে দেবদাস ছবিতে একত্রে কাজ করেছিলেন মাধুরী। যে ছবিটি আজও দর্শকদের কাছে সমাদৃত হয়।
অক্ষয় কুমারের সাথেও একাধিক ছবিতে কাজ করেছেন মাধুরী দীক্ষিত। ‘দিল তো পাগল হ্যায়’ ও ‘আরজু’ এর মত ছবিতে একত্রে কাজ করেছেন তাঁরা। আর কাজের সূত্রে অক্ষয় কুমারকে একজন বাস্তববাদী লোক বলেই মনে করেন অভিনেত্রী। যেমন কাজের সময় সমস্ত এনার্জি দিয়ে কাজ করেন তেমনি সময় পেলে হাসি মজা করতেও ভালো বসেন অক্ষয় কুমার।
বলিউডের ভাইজান সালমান খানের সাথেও কাজের অভিজ্ঞতা রয়েছে মাধুরী দীক্ষিতের। ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘সাজন’ এর মত ছবিতে সালমানের সাথে কাজ করেছেন মাধুরী। তবে অভিনেত্রীর মতে সালমান শুটিং ফ্লোরে বেশ চুপচাপ থাকলেও আসলে তাঁর মাথায় সর্বদাই শয়তানি বুদ্ধি চলে। সালমান খানকে একপ্রকার মিচকে শয়তান বলে বুঝিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বড়পর্দার সুন্দরী অভিনেত্রী ওটিটি প্লাটফর্মে হাজির হয়েছেন। বিগত ২৫শে ফেব্রুয়ারি মাধুরী অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম ‘ রিলিজ হয়েছে। ওয়েব সিরিজে পা রেখেই কামাল করে দিয়েছেন অভিনেত্রী। নেটফ্লিক্সের সেরা ১০ ওয়েব সিরিজের মধ্যে পৌঁছে গিয়েছে ‘দ্য ফেম গেম’।