বলিউডে সুন্দরী অভিনেত্রীদের কমতি নেই। তবে এমন অভিনেত্রী খুবই কম রয়েছেন যারা এভারগ্রীন (Evergreen)। বয়স তাদের কাছে একটি সংখ্যা মাত্র। বলিউডের (Bollywood) এমনই একজন এজলেস বিউটি হলেন মাধুরী দিক্ষীত (Madhuri Dixit)। তাঁর রূপের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে অনুরাগীদের মন জয় করে চলেছেন বলিউডের এই ‘ধক ধক গার্ল’।
আজ ৫৫ বছর বয়সে এসেও দারুন গ্লামারাস অভিনেত্রী। অথচ একসময় বলিউডের এই এভারগ্রীন সুন্দরীকেই পড়তে হয়েছিল বডিশেমিংয়ের (Bodyshaming) মুখে। অভিনয় জীবনের শুরুর দিনগুলোতে ইন্ডাস্ট্রিতে ‘রোগা’ নামের তকমা পেয়েছিলেন মাধুরী। যার জন্য সমালোচনার মুখে পড়ার পাশাপাশি প্রকাশ্যে অনেকের থেকেই পেয়েছেন মোটা হওয়ার পরামর্শ।
এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন শুধুমাত্র রোগা হওয়ার কারণে ইন্ডাস্ট্রিতে নবাগত অবস্থায় একাধিক সমস্যার পড়েছিলেন তিনি। একেতো তিনি তখন ইন্ডাস্ট্রিতে নতুন তার ওপর ছিলেন রোগা, তাই প্রায়ই শুনতে হত মোটা হওয়ার কথা। সালটা ছিল ১৯৮৪,এই বছরেই ‘অবোধ’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন মাধুরী।
বডিশেমিংয়ের শিকার মাধুরী এপ্রসঙ্গে বলেছেন , ‘আমার সময়ে সকলের মনে হয়েছিল নবাগত হিসেবে আমি খুব রোগা। প্রায়ই শুনতে হত এই নায়িকা খুব রোগা, ওকে একটু মোটা হতে বলো।’ তবে মাধুরী মনে করেন এখন তেমন পরিস্থিতি নেই তাই বিষয়টা অনেকটা পালটে গিয়েছে বলেই মনে করেন তিনি।
এই একই সাক্ষাৎকারেই, বলিউডের নতুন প্রজন্মের প্রথম সারির অভিনেত্রীদের উদ্দেশ্যে মাধুরীর পরামর্শ ‘ চেষ্টা চালিয়ে যেতে হবে, সাফল্য কিংবা ব্যর্থতা নিয়ে ভাবলে চলবে না। ব্যর্থতা থেকেই শিখতে হবে। তবে কখনও ব্যর্থতাও আমাদের সময়ের থেকে অনেকটা এগিয়ে রাখে। তাই এসব নিয়ে চিন্তা না করে সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির জন্য নিজের মন যেটা চাইবে সেটাই করতে হবে।