• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেশি সুন্দরী হওয়ার লোভেই বরবাদ! সার্জারি করে ঠোঁট নষ্ট মাধুরীর, ছবি দেখে কটাক্ষ নেটিজেনদের

বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) নিজের সময়ের নামী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তাঁর রূপ, অভিনয়ে মুগ্ধ ছিলেন বহু পুরুষ অনুরাগী। নব্বইয়ের দশকে তো একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

মাধুরীর সেই মিষ্টি হাসি হোক বা ‘উহু উহু’ করে কাশি- দর্শকদের এখনও তাঁর সব ‘আদাহ’ মনে রয়েছে। তবে গত বেশ কয়েক বছর ধরে রূপোলি পর্দায় সেভাবে তাঁকে দেখা যায়নি। বরং টেলিভিশনের দুনিয়ার অনেক বেশি পরিচিত মুখ হয়ে উঠেছেন মাধুরী।

   

Madhuri Dixit

টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই নানান নাচের রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে মাধুরীর উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে। এবার শীঘ্রই আবার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা’তেও বিচারক হিসেবে দেখা যাবে তাঁকে।

তবে এসবের আগেই একটি বিশেষ কারণে সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন ‘ধক ধক গার্ল’। আর সেই কারণটি হল তাঁর ঠোঁটের সার্জারি (Lip surgery) করানো। সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘দেবদাস’এর চন্দ্রমুখীর গোলাপি শাড়ি পরা বেশ কয়েকটি ছবি বেশ ভাইরাল হয়েছে। আর এরপর থেকে নেটিজেনদের চরম কটাক্ষের (Trolled) শিকার হয়েছেন তিনি।

Madhuri Dixit trolled

নেটিজেনদের একাংশ দাবি করছেন, নায়িকার মুখের সেই মিষ্টি হাসি বদলে গিয়েছে। ‘ধক ধক গার্ল’ নাকি লিপ সার্জারি করিয়েছেন। আর ‘প্লাস্টিক সুন্দরী’ হতে গিয়েই নাকি নিজের ঠোঁট নষ্ট করে ফেলেছেন তিনি। একজন যেমন কমেন্ট করেছেন, ‘ওনার হাসিটা এত অন্যরকমের কেন লাগছে?’

Madhuri Dixit trolled

আর একজন আবার লিখেছেন, ‘এটা দেখে খুবই দুঃখ লাগছে যে উনিও সেই ঠোঁট ফিলারের রাস্তাই বেছে নিলেন। ওনার কত সুন্দর দ্যুতি এবং রূপ ছিল। আর এখন দেখো সব চলে গিয়েছে’। অনেকে তো মাধুরীকে আবার ‘নকল সুন্দরী’ বলেও কটাক্ষ করেছেন। ‘ধক ধক গার্ল’ অনুরাগীদের আক্ষেপ, যে হাসির জন্য এক সময় তাঁর প্রেমে সকলে ফিদা হয়ে যেতেন। আজ সেই হাসির জন্যই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে বলি অভিনেত্রীকে।