• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাচতে জানে না মাধুরী! বিখ্যাত অভিনেত্রীকে নিয়ে এমনই অভিযোগ করেছিলেন প্রয়াত সরোজ খান

বলিউডের সুন্দরী অভিনেত্রী মাধুরী দীক্ষিত (madhuri dixit)। তবে আরেকটি কারণে ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী , সেটা হলো তার নাচের দক্ষতা। চাঁদের মত সুন্দর চেহারা, দুর্দান্ত অভিনয় দক্ষতার সাথে নাচেও বেশি পারদর্শী মাধুরী। নিজের নাচের কারণে একাধিক পুরস্কার পেয়েছেন বলিউডের বিভিন্ন ছবিতে। কিন্তু বলিউডের এই সুন্দরী ও নৃত্য পারদর্শী অভিনেত্রী নাকি নাচতেই পারেন না! এমনই মন্তব্য করেছিলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার দের মধ্যে অন্যতম প্রয়াত সরোজ খান (saroj khan)।

শুনতে অবাক লাগলেও এই কথাটা কিন্তু একেবারেই সত্যি। সরোজ খান নিজেই একটি ছবির শুটিংয়ের সময় পরিচালক সুভাষ ঘাই এর কাছে মাধুরীর নামে এই বিষয়ে অভিযোগ জানিয়ে ছিলেন। এর আগে আমরা মূলত জানতাম বলিউডে সরোজ খানের কোরিওগ্রাফিতে মাধুরী দীক্ষিতের নাচ মা নেই সেটা রীতিমতো মন ছুয়ে যাবে দর্শকদের। কিন্তু তাহলে কেন এমনটা অভিযোগ করেছিলেন সরোজ খান মাধুরীর বিরুদ্ধে!

   

Madhuri DIxit cannot dance said once choreographer saroj khan,Madhuri Dixit,Sraoj Khan,Subhash Ghei,মাধুরী দীক্ষিত,সুভাষ ঘেই,সরোজ খান,choreographer

নব্বইয়ের দশকে বলিউডে পা দিয়েছিলেন মাধুরী দীক্ষিত এরপর থেকে একাধিক ছবিতে অভিনয় করেছেন এবং নিজের অভিনয় ও নাচের দক্ষতার প্রমাণ রেখেছেন প্রতিবারই। কিন্তু বিখ্যাত এই অভিনেত্রীর নাচ সম্পর্কে ডান্স দিওয়ানে 3 নামের একটি ডান্স রিয়েলিটি শোতে এমনটাই দাবি করেছিলেন পরিচালক সুভাষ ঘাই (subhash ghai)। যদিও মাধুরী কিন্তু প্রশিক্ষিত কথাক নৃত্যশিল্পী।

Madhuri Dixit Suibhash Ghai

সময়টা 1987 সাল, সুভাষ ঘাই এর পরিচালনায় একটি ছবিতে অভিনয় করছিলেন মাধুরী দীক্ষিত। সেই ছবির জন্য চেন্নাইতে একটি ডান্স সিক্যুয়েল এর শুটিং হচ্ছিল। সেই সময়ে সরোজ খান পরিচালকের কাছে মাধুরীর নাচ সম্পর্কে অভিযোগ করেন। তার মতে অভিনয় টা ভালোই পারেন মাধুরী, তবে গানের সাথে তাল মিলিয়ে নাচটা একেবারেই ফুটিয়ে তুলতে পারছেন না অভিনেত্রী।

সরোজ খান Saroj Khan মাধুরী দীক্ষিত Madhuri Dixit

কোরিওগ্রাফার এর মুখে এই কথা শুনে সমস্ত কাজ ফেলে চেন্নাই হাজির হন পরিচালক। এরপর মাধবীর সাথে কথা বলে তাকে সরোজ খান এর থেকে ভালো করে মুখের এক্সপ্রেশন ও ভঙ্গিমা শেখার পরামর্শ দেন পরিচালক। এরপর সরোজ খানের কোরিওগ্রাফি সম্পূর্ণ হয় মাধুরী দীক্ষিতের নাচ। আর ছবিতে মাধুরীর নাচের প্রশংসা হয়েছিল ব্যাপকভাবে।