• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই ক্রিকেটারকে বিয়ে করতে চাইতেন মাধুরী! পরিবারের জন্য ভেঙে যায় দীর্ঘদিনের সম্পর্ক

Updated on:

Madhuri Dixit Ajay Jadeja incomplete love story

বলিউড (Bollywood) এবং ক্রিকেট (Cricket) দুনিয়ার তারকাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠা এদেশে নতুন কোনও ব্যাপার নয়। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি হয়ে অনুষ্কা শর্মা- সেই তালিকায় নাম রয়েছে ইন্ডাস্ট্রির বহু নামী অভিনেত্রীর। তবে অনেকেই জানেন না, বি টাউনের নামী অভিনেত্রী মাধুরী দীক্ষিতও (Madhuri Dixit) এক তারকা ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন। তাঁকেই ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন। শুধুমাত্র একটি কারণের জন্য ভেঙেছিল তাঁদের সম্পর্ক।

মাধুরী এমন একজন অভিনেত্রী যার রূপে মুগ্ধ ছিলেন বহু পুরুষ। আর সেই অভিনেত্রীই কেরিয়ারের শীর্ষে থাকাকালীন মন দিয়ে বসেছিলেন টিম ইন্ডিয়ার এক ক্রিকেটারকে। আর সেই ক্রিকেটার হলেন অজয় জাদেজা (Ajay Jadeja)। শোনা যায়, মাধুরী অজয়কে এতখানি ভালোবাসতেন যে তাঁর জন্য সবকিছু ছেড়ে দিতেও রাজি ছিলেন। কিন্তু সেই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় তাঁদের দু’জনের পরিবার।

Madhuri Dixit and Ajay Jadeja

শোনা যায়, একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে গিয়ে প্রেমে পড়েছিলেন অজয়-মাধুরী। সময়ের সঙ্গে গভীর হতে থাকে তাঁদের সম্পর্ক। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে তাঁদের প্রেমের গুঞ্জন। একাধিক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মাধুরীকে ভালোবেসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছিলেন অজয়ও। অভিনেত্রী নাকি তাঁর নাম অনেক পরিচালককে সুপারিশও করেছিলেন।

Madhuri Dixit and Ajay Jadeja

তবে মাধুরীর সঙ্গে এই সম্পর্ক নাকি একেবারেই মেনে নিতে পারেনি অজয়ের পরিবার। আসলে অজয় ছিলেন রাজ পরিবারের ছেলে। অপরদিকে মাধুরী ছিলেন এক সাধারণ পরিবারের মেয়ে। একজন সাধারণ পরিবারের মেয়েকে বাড়ির বৌ হিসেবে মানতে রাজি ছিলেন না জাদেজা পরিবারের কেউ।

Madhuri Dixit and Ajay Jadeja, Madhuri Dixit and Ajay Jadeja relationship, Madhuri Dixit and Ajay Jadeja break up

পরিবারের এই কলহ শেষ হওয়ার আগেই ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত হন অজয়। এক লহমায় হিরো থেকে দেশবাসীর চোখে ভিলেন হয়ে যান তিনি। ৫ বছরের জন্য ব্যানও করা হয়েছিল ক্রিকেটারকে। সব মিলিয়ে এক প্রকার শেষ হয়ে যায় অজয়ের কেরিয়ার। আর সেই সময়ই মাধুরীর পরিবারও এই সম্পর্ক নিয়ে বেঁকে বসেন।

পরিস্থিতির চাপে পড়ে বিচ্ছেদের পথে হাঁটেন মাধুরী এবং অজয়। প্রবল ভালোবাসা থাকলেও সম্পর্কে ইতি টানতে বাধ্য হন দু’জনে। এরপর ১৯৯৯ সালে ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে সাত পাক ঘোরেন অভিনেত্রী। দুই ছেলে, স্বামীকে নিয়ে এখন সুখে সংসার করছেন অভিনেত্রী। অপরদিকে স্ত্রী, সন্তান নিয়ে সুখে আছেন অজয়ও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥