• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তাড়াহুড়ো করে বিয়ে করেছিলাম’! এখন পস্তাচ্ছেন মধুমিতা সরকার

মধুমিতা সরকার Madhumita Sarcar

বাংলা টেলিভিশনের ‘বোঝে না বোঝে না’ (Bojhena se Bojhena) সিরিয়ালের অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা। আজ সেই পাখিই ধীরে ধীরে বাঙালির মনে ঝড় তুলতে শুরু করেছে। সিরিয়াল শেষ হবার পর কেটে গেছে অনেকটা সময়। তবে জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে হু হু করে।

বলিউডে প্রচলিত আছে বিচ্ছেদের পর যদি কোনো জুটি এক সাথে পর্দায় আসে, তবে সেই সিনেমা অনেক বেশি জনপ্রিয় হয়। সে রনবীর – দীপিকার ‘ইয়ে জাওয়ানি হ্যাঁয় দিওয়ানি’ বলুন বা শাহিদ – করিনার ‘জব উই মেট’। বাস্তব জীবনে বিচ্ছেদ হলেও তাদের জুটি পর্দায় হয়েছে সুপার ডুপার হিট। এই একই প্রশ্ন রাখা হয়েছিল এই সময়কার টলিউডের জনপ্রিয় জুটি মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty) এর কাছে।

মধুমিতা সরকার,সৌরভ চক্রবর্তী,টলিউড,ডিভোর্স,Madhumita Sarkar,Sourav Chakraborty,Tollywood

মধুমিতা এবং সৌরভ দুজনেই দুজনের পেশাগত ক্ষেত্রে বেশ প্রতিষ্ঠিত। ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েবসিরিজে কাজ করে ফেলেছেন সৌরভ, অন্যদিকে মধুমিতাকেও দেখা গিয়েছে প্রীতম দাসগুপ্তের ছবি ‘লভ আজকাল পরশু’ ছবিতে, সম্প্রতি মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’তে টলিউডের তাবড় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) সঙ্গে পর্দা ভাগ করেন মধুমিতা।

মধুমিতা সরকার,সৌরভ চক্রবর্তী,টলিউড,ডিভোর্স,Madhumita Sarkar,Sourav Chakraborty,Tollywood

তবে কেরিয়ারের গ্রাফ তরতরিয়ে উঠলেও ব্যক্তিগত জীবন মোটেও সুখকর নয় অভিনেত্রীর। ২০১৫ সালের জুলাই মাসে বাংলা ইন্ডাস্ট্রির আরেকজন জনপ্রিয় মুখ সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছিলেন অভিনেত্রী৷ ২০১১ সাল থেকে কোনো এক সিরিয়ালের সেট থেকে প্রেম তাদের। কিন্তু শেষ রক্ষা হয়নি। সৌরভের সঙ্গে খুব বেশিদিন সংসার করতে পারেননি মধুমিতা।

Madhumita Sarkar মধুমিতা সরকার

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানান, তাদের খাতায় কলমে এখনও বিচ্ছেদ হয়নি ঠিকই কিন্তু তাদের মধ্যে সামান্য যোগাযোগ টুকুও নেই। এমনকি পরবর্তীতে পেশাগত ক্ষেত্রেও তিনি মধুমিতার সঙ্গে কাজ করতে চাননা বলেই জানিয়েছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মধুমিতা। সাফ জানালেন,’ বিয়ে করতে তাড়াহুড়ো করে ফেলেছিলেন তিনি।’

এদিকে দিন কয়েক আগেই তার ছবি ‘চিনি’র সহ অভিনেতা সৌরভ দাসের সঙ্গে নাম জড়ায় মধুমিতার। তবে সেই গুঞ্জনকে এক্কেবারে উড়িয়ে দিয়েছিলেন উভয়েই। একটি সাক্ষাৎকারে মধুমিতা জানান, তিনি ভালো মানুষের খোঁজে রয়েছেন। সৌরভ ছাড়াও মধুমিতার সঙ্গে নাম জড়িয়েছে বাংলার নাম করা প্রযোজনা সংস্থার কর্ণধারের সঙ্গে। তবে তার বিয়ে তাড়াহুড়োর বিয়ে নিয়ে এখন পস্তান অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥