বাংলা টেলিভিশনের ‘বোঝে না বোঝে না’ (Bojhena se Bojhena) সিরিয়ালের অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা। আজ সেই পাখিই ধীরে ধীরে বাঙালির মনে ঝড় তুলতে শুরু করেছে। সিরিয়াল শেষ হবার পর কেটে গেছে অনেকটা সময়। তবে জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে হু হু করে।
খুব অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন মধুমিতা। কিছুদিন আগে প্রীতম দাসগুপ্তের ছবি ‘লভ আজকাল পরশু’ ছবিতে মিষ্টি মেয়ে পাখির মোহময়ী রূপে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল দর্শকদের। সম্প্রতি মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’তে টলিউডের তাবড় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) সঙ্গে পর্দা ভাগ করেন মধুমিতা।
এবার পরমব্রতর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মধুমিতা। হলে রমরমিয়ে চলছে অভিনেত্রীর নতুন ছবি ‘ট্যাংরা ব্লুজ’। নববর্ষের দিনেই মুক্তি পেয়েছে এই ছবিটি। ভ্যালেন্টাইন ডে’তে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর ছবি ‘লভ আজকাল পরশু’, ক্রিসমাসে মুক্তি পেয়েছিল ‘চিনি’। অর্থাৎ উৎসবের দিন গুলি এভাবেই কেটে যাচ্ছে মধুমিতার।
নতুন ছবি নিয়ে আলাপচারিতা করতে গিয়েই নিজের জীবনের সবচেয়ে গোপন অভ্যেসটি ফাঁস করলেন মধুমিতা। ‘ট্যাংরা ব্লুজ’ ছবিতে একজন মিউজিক কম্পোজারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী, তার নাম জয়ী। ট্যাংরার অলিগলি ঘুরে বস্তির ছেলেদের দেখিয়েছেন ভারতের সেরা ‘র্যাপ’ এর মঞ্চ থেকে জিতে ফেরার।
ব্যক্তিগত জীবনেও প্রচন্ড মিউজিক ভালোবাসেন অভিনেত্রী। সবরকমেরই গান শোনেন অভিনেত্রী। আর তাইই মধুমিতা জানান, হেডফোন ছাড়া একমুহূর্ত থাকতে পারেননা মধুমিতা। বললেন, হেডফোন মাস্ট। তাই জয়ীর চরিত্রটাকে চিনতে বা বুঝতে আমার কোনও অসুবিধা হয়নি।
এছাড়া রিলেশনশিপ সম্পর্কে মধুমিতা স্পষ্ট জানান, তিনি তার কাজের প্রতি কমিটেড। আর সময় পেলেই তিনি বেড়িয়ে পড়েন বেড়াতে। অভিনেত্রীর ইচ্ছে আছে জুলাই-আগস্ট নাগাদ গোয়ায় একটা ছোট্ট ট্রিপ করবেন। কারণ ৮-১০ দিনের বড় ট্রিপ করার সময় এই মুহূর্তে তার কাছে নেই বলেই জানান মধুমিতা।