• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওয়েস্টার্নের পাশাপাশি ইন্ডিয়ান পোশাকেও মোহময়ী মধুমিতা সরকার, মুহূর্তে ভাইরাল ছবি

Published on:

মেগাসিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ হোক বা বাংলা চলচ্চিত্র ‘লভ আজকাল পরশু’, সবেতেই সমানতালে অভিনয় করে চলেছেন মধুমিতা সরকার। সুঠাম ও ছিপছিপে শরীর এবং মোহময়ী চাহনির টানে ইতিমধ্যেই ‘বংক্রাশ’ বলা হচ্ছে মধুমিতাকে। বাঙালি তরুণদের মনে পুনরায় ঝড় তুলেছে মধুমিতার একটি ইনস্টাগ্রাম পোস্ট। লাল-হলুদ লেহেঙ্গায় আবেদনময়ী মধুমিতার ছবিতে উঠেছে ‘লাভ’-এর ঝড়!

পশ্চিমী পোশাকের পাশাপাশি ভারতীয় ক্লাসিক্যাল পোশাকেও সমান স্বচ্ছন্দ মধুমিতা। সৌরভ মাইতির লেন্সে ধরা পড়েছে মধুমিতার লাবণ্য। কিয়ারা সেনের সাজ ও পৃথা দত্তের মেকআপের জাদুতে মধুমিতার রূপযৌবনের লালিত্য বেড়ে গিয়েছে বহুগুণ। হু-হু করে বাড়ছে মধুমিতার ইন্সটা ফলোয়ারের সংখ্যা। ইতিপূর্বে হট অবতারে তেমনভাবে দেখা না গেলেও নিখাদ ভারতীয় সাজেও যে মধুমিতা ভিরমি খাওয়াতে পারেন দর্শককে, তা বলাই বাহুল্য।

মধুমিতা সরকারের স্নিগ্ধতায় মুগ্ধ হল দর্শকমহল। নীল রঙের পোশাকে সেজে উঠেছেন মধুমিতা।এক এক দিন একেক রকম ফটোশ্যুট করিয়ে চলেছেন বোল্ড মধুমিতা। কখনো রেড হট টপে উষ্ণতা ছড়াচ্ছেন তো কখনো ব্ল্যাক ট্রান্সপারেন্ট শাড়িতে যৌনতার আবেদন ফুটিয়ে তুলছেন। শীঘ্রই ‘লাভ আজকাল পরশু’র অর্জুন মধুমিতার জুটি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। অপেক্ষায় দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥