বাংলা সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ এর অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)। বাংলা সিরিয়ালে নিজের অভিনয় দিয়ে বাঙালি দর্শকের মনে দাগ কেটেছিলেন অভিনেত্রী। তারপর বেশ কিছুটা সময় কেটে গিয়েছে। সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে প্রীতম দাশগুপ্তের ছবি ‘লাভ আজকাল পরশু’ ছবিতে দেখা গেছিল অভিনেত্রীকে। ছবিতে অভিনেত্রীর লুকস থেকে ফিগার ছিল একেবারে মারকাটারি।
সেই যে শুরু হল আর থামার নাম নেই। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বেশ সক্রিয় অভিনেত্রী। নিত্যদিনই নিজের ছবি ও মাঝে মধ্যে ভিডিও শেয়ার করেন করার অনুগামীদের সাথে। কখনো বোল্ড লুকে তো কখনো লাস্যময়ী ভঙ্গিতে হট অবতারে এসে হাজির হন সোশ্যাল মিডিয়াতে। যা দেখে পুরুষ ভক্তদের মনে ঝড় উঠতে বাধ্য। এবারেও অভিনেরই এরকমই এক হট অবতারে ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
ছবিতে লাল শাড়ি পরে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে শাড়ির অচল খসে পড়েছে কাঁধ থেকে। যার ফলে অভিনেত্রীর সুগভীর বিভাজিকা আরো স্পষ্ট হয়ে উঠেছে। এমন এক অবতারে হাজির হয়ে উষ্ণতার পারদ চড়িয়ে দিয়েচেন অভিনেত্রী। যা দেখে পুরুষ মনে ছাঁকা লাগতে বাধ্য। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ ঘূমার ঘুরুক আর না ঘুরুক, তিনি তো উড়েই গেলেন!’ যদিও ছবি দেখার পরে অভিনেতার পুরুষ ভক্তরা মাটিতে থাকলে হয়।
ছবির শেয়ারের সাথে অভিনেত্রী দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রীর ছবিটি শেয়ার করার পরেই তুমুল ভাইরা হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই লক্ষাধিক লোকে দর্শন করেছে ছবিটি। ৭৮ হাজারেরও বেশি লাইক পড়েছে ছবিতে ইতিমধ্যেই।
View this post on Instagram