বৃহস্পতিবার রাতেই আসে দুঃসংবাদ। আচমকাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন কিংবদন্তি ফুটবলার পেলে (Pele)। ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এরপর থেকেই শোকের ছায়া নেমে এসেছে সমগ্র বিশ্বে। খেলার দুনিয়া তো বটেই, বিনোদন জগতের ব্যক্তিত্বদেরও মন খারাপ।
জানা গিয়েছে, প্রয়াণের আগেই নিজের ভবিতব্য মেনে নিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবিদন্তি। নিজের কাছের মানুষদের থেকে চিরবিদায় চেয়ে নিয়েছিলেন পেলে। গতকাল তাঁর মৃত্যুর খবর ঘোষণা হওয়ার পর থেকেই শোকজ্ঞাপন করছে গোটা বিশ্ব। সেই তালিকায় নাম রয়েছে টলিউডের নামী অভিনেত্রী মধুমিতা সরকারেরও (Madhumita Sarcar)।
বাংলা ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু করে মধুমিতা এখন টলিপাড়ার পরিচিত মুখ হয়ে গিয়েছেন। এই অভিনেত্রীই পেলের আত্মার শান্তি কামনা করতে গিয়ে একটি ছোট্ট ভুল করে ফেলেন। আর তাতেই বেঁধেছে বিপত্তি। খিল্লি শুরু করেছে নেটিজেনদের একাংশ।
ফুটবল কিংবদন্তির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তিনটি বিশ্বকাপ হাতে তাঁর দাঁড়ানো ছবিটি শেয়ার করেন ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের পাখি। কিন্তু সেই ছবিটি ছিল অবসর গ্রহণের পরে তলা। ফুটবল জীবনেরও একটি ছবি ব্যবহার করতে চেয়েছিলেন মধুমিতা। আর এই ছবি ব্যবহার করতে গিয়েই একটি ভুল করে ফেলেন অভিনেত্রী।
পেলের ফুটবল জীবনের ছবি ব্যবসার করতে গিয়ে মধুমিতা বর্তমান ব্রাজিল দলের তরুণ লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Jr) ছবি শেয়ার করেন। দু’জনের ছবি পাশাপাশি রেখে আত্মার শান্তি কামনাও করেন অভিনেত্রী।
মধুমিতার এই পোস্ট দেখেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় দেদার ট্রোলিং। নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গেই সেই ছবিটি মুছে দেন মধুমিতা। এর বদলে ব্রাজিলের জার্সি পরিহিত পেলের ফুটবল জীবনের একটি ছবি শেয়ার করেন তিনি। কিন্তু ততক্ষণে তো যা হওয়ার হয়ে গিয়েছে। মধুমিতার পোস্টের স্ক্রিনশট এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ফলে স্বাভাবিকভাবেই ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে।