টলিউডের (Tollywood) একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী (Actress) হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। বাংলা সিরিয়াল (Bengali Serial) দর্শকদের কাছে তিনি আজও পাখি (Pakhi) নামেই পরিচিত। এমনিতে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। ব্যতিক্রম নন অভিনেত্রী মধুমিতা সরকারও। সকলেই জানতে চান মধুমিতার এখনকার রিলেশনশিপ স্টেটাস (Relationship Status)।
প্রসঙ্গত এখন চলছে ফেব্রুয়ারি মাস অর্থাৎ ভালোবাসার মাস। আর সদ্য গিয়েছে ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। আর সাম্প্রতি প্রেম নিয়ে এক সংবাদমাধ্যমের সাথে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। এদিন সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল এখন তিনি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন কিনা। উত্তরে ধোঁয়াশা বজায় রেখেই অভিনেত্রীর জবাব ‘হঠাৎ করে কোন সারপ্রাইজ চলে আসতেই পারে’।
এরপর একজন অনুরাগী তার কাছে জানতে চান তিনি বিয়ে কবে করছেন? জবাবে অবশ্য অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই প্রশ্নের উত্তর এখনই দিতে পারবেন না কারণ তিনি মনে করেন এই উত্তর এখন দেওয়া উচিত হবে না। তবে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে মধুমিতা জানিয়েছেন আগামী দিনে যদি তিনি কারো সাথে নিজের ভবিষৎ দেখতে পান তাহলে নিশ্চয়ই বিয়ে করবেন।
প্রসঙ্গত সকলেই জানেন মধুমিতা সরকারের সাথে বিয়ে হয়েছিল জনপ্রিয় অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীর।২০১৫ সালে ভালোবেসে বিয়ে করলেও টেকেনি সেই সম্পর্ক। ২০১৯-এ বিচ্ছেদের পর অনেকদিন হয়ে গিয়েছে এখন মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ তাঁদের। তবে সম্প্রতি প্রাক্তন স্বামীকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ খোলামেলা ভাবেই কথা বলেছেন অভিনেত্রী।
পুরনো প্রেমের সূত্র ধরেই এদিন অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি যখন সম্পর্কে ছিলেন তখন তার এই ভ্যালেন্টাইন্স ডে কেমন ভাবে কাটতো? উত্তরে অভিনেত্রী জানিয়েছেন যিনি তার ভ্যালেন্টাইন ছিলেন তাঁর কাছে এই দিনটার বিশেষ গুরুত্ব ছিল না। কারণ তাঁদের কাছে তাঁদের বিয়ের দিনটাই ছিল ভ্যালেন্টাইন্স ডে।
মধুমিতার কথায় প্রেম করতে গিয়ে তিনি বাবা-মায়ের কাছে বকাও খেয়েছিলেন। এমনকি এক সময় প্রেম করার জন্য বাড়ি থেকে তাঁকে বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়েছিল। কিন্তু মধুমিতার কথায় ‘পেয়ার কিয়া তো ডারনা কেয়া।’ তাই কারো কথা শুনিনি যা ইচ্ছা তাই করেছি’।