• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি মা হলে সন্তানের বাবার নাম প্রকাশ্যে আনতাম’! নুসরাতকে মাতৃত্বের খোঁচা মধুমিতার

Published on:

Madhumita Sarcar on Nusrat Jahan Pregnency,Madhumita Sarcar,Nusrat Jahan,Yash Dasupta,নুসরত জাহান,যশ দাসগুপ্ত,মধুমিতা সরকার,নুসরত প্রেগনেন্সি

স্বামী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে সম্পর্কের টানপোড়েন থেকে শুরু করে বন্ধু যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সাথে সম্পর্কের গুঞ্জন সবকিছু মিলিয়ে টলিউডে এখন জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahaan)। তাঁর সন্তানের বাবা কে এই প্রশ্নই এখন হয়ে উঠেছে টক অফ দ্য টাউন। কিন্তু শুরু থেকেই এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন নুসরত। তবে যত দিন যাচ্ছে ততই প্রকট হচ্ছে নুসরতের বেবি বাম্প (Baby Bump) । সেইসাথে নায়িকার চোখে মুখে ধরা পড়ছে ‘প্রেগন্যান্সি গ্লো’ ।

উল্লেখ্য এই মুহূর্তে নুসরতের চর্চিত বিশেষ বন্ধু যশ যাঁকে নিয়ে এত জল্পনা, রূপালী পর্দায় আসার আগে তিনি অভিনয় করেছিলেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’-তে। এই সিরিয়ালের নায়ক নায়িকা অর্থাৎ অরণ্য পাখির জুটি আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই সিরিয়ালের সুবাদেই যশের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) । আর সম্প্রতি তিনি অভিনেত্রী নুসরতকে নিয়ে চলতে থাকা গসিপের বিষয়ে মুখ খুলেছেন।

Yash Dasgupta Nusrat Jahan

নুসরতের প্রেগন্যান্সি নিয়ে মন্তব্য করতে গিয়ে মধুমিতা বলেছেন ‘নুসরত সাহসী মেয়ে, এবং মা হওয়ার সিদ্ধান্তটা ওঁর একটা সাহসী পদক্ষেপ। অবশ্যই বলব নুসরতের প্রেগন্যান্সি গ্লো সত্যি ওকে আরও সুন্দরী করে তুলেছে। বেবি বাম্পটাই যা দেখা যাচ্ছে, এর বাইরে শরীরের অন্য কোথাউ একফোঁটা বেবি ফ্যাট চোখে পড়ছে না। শুনছি শ্যুটিং সেটেও একইরকম এনার্জি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে… হ্যাটস অফ! আমি কোনওদিন ওঁর মতো এমন একটা সাহসী পদক্ষেপ নিতে পারব না, কারণ আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে অনেক ছুঁৎমার্গ রয়েছে।’

Madhumita Sarcar

তবে বিয়ে না করেই সন্তানের মা হওয়ার ব্যাপারে, ব্যাক্তিগত মতামত জানিয়ে মধুমিতা বলেছেন ‘এই ব্যাপারে নুসরত কোনওরম আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যে এটা ওর বিবাহ বর্হিভূত সম্পর্কের সন্তান কিনা, অথবা সিঙ্গল মাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েও নুসরত কিছু বলেনি। তাই আমি এই নিয়ে কিছু বলব না, এটা ওর জীবন, এবং আমি কেউ নই ওকে বিচার করবার। ‘

তবে তিনি নিজে নুসরতের জায়গায় থাকলে কী করতেন সে প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ‘ব্যক্তিগতভাবে এটা বলতে পারি, আমি নিজে বিয়ের বাইরে সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্তে বিশ্বাসী নই, কারণ আমি যদি অন্তঃসত্ত্বা হই,তবে আমি চাইব আমার ভাবী সন্তানের বাবার নামটাও সকলে জানুক কারণ সেটা আমাদের দুজনের সন্তান, দুজনের দায়িত্ব। আমার সাহসিকতার জন্য আমার সন্তান কষ্ট পাবে সেটা আমি কোনওদিন চাইব না। আমি তখনই মাতৃত্বকে আলিঙ্গন করতে চাইব যখন আমার সন্তান বাবা-মা উভয়ের কাছেই ভালোবাসা পাবে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥