এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রী হলেন ছোট পর্দার ‘পাখি’ (Pakhi) অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। যত দিন যাচ্ছে ততই দিনে দিনে সুন্দরী হয়ে উঠছেন অভিনেত্রী। এতদিন তার মারকাটারি ফিগার আর মোহময়ী রূপ দেখে পিছলে যেত বাংলার অসংখ্য তরুণ। আর এবার বাংলা ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়তে চলেছে মধুমিতা ম্যাজিক।
জনপ্রিয় সিরিয়াল “সবিনয় নিবেদন” দিয়েই অভিনয় জগতে পা রেখেছিলেন মধুমিতা। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। পরবর্তীতে এসভিএফ প্রযোজিত স্টার জলসার “বোঝে না সে বোঝেনা” সিরিয়ালের পাখি চরিত্রের মাধ্যমেই দর্শক মনে পাকাপাকি ভাবে জায়গা করে নেন অভিনেত্রী। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও বাংলার মানুষ আজও তাকে পাখি নামেই চেনেন।
ছোটোপর্দাকে বিদায় জানিয়ে অনেকদিন আগেই বড়পর্দায় পা রেখেছেন অভিনেত্রী। কাজ করছেন ওয়েব সিরিজেও। সবমিলিয়ে টলিউডে এখন দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। প্রতীম ডি. গুপ্তার ‘লাভ আজ কাল পরশু’ ছবির হাত ধরে রুপোলি পর্দায় ডেবিউ করেন তিনি। এরপর একে একে ‘চিনি’, ‘ট্যাংরা ব্লুজ’ , ‘উত্তরণ’-এর মতো একাধিক জনপ্রিয় কাজ করেছেন মধুমিতা।
এছাড়া খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে মধুমিতার আসন্ন সিনেমা কুলের ছাড়াও। অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাকটিভ থাকেন অভিনেত্রী। দিনের পর দিন বেড়েই চলেছে অভিনেত্রীর ফলোয়ার্স সংখ্যা। প্রসঙ্গত দুর্দান্ত ফ্যান ফলোয়িং-এর মতোই দিনে দিনে তরতরিয়ে বেড়ে চলেছে মধুমিতার কেরিয়ার গ্রাফ। এরইমধ্যে এই বঙ্গ তনয়ার মুকুটে জুড়ছে নতুন পালক। বাংলার পাখি এবার পাড়ি দিতে চলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী সুপারস্টার তথা পুষ্পা (Pushpa) অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) সাথে। এই খবরে কাল থেকেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ছোট খাটো কোনো চরিত্র নয় বরং নায়িকা হিসেবেই দেখা মিলবে তার। তবে দক্ষিণী সিনেমা মানেই নতুন ভাষা। তাই এখন জোর কদমে চলছে অভিনেত্রীর নতুন ভাষা শেখার কাজ। জানা যাচ্ছে ব্যস্ত শ্যুটিং শিডিউল থেকেই সময় বার করে নতুন ভাষা শিখছেন অভিনেত্রী। শুধু তাই নয় ইতিমধ্যেই ছবির জন্য নাকি বেশ কিছু অংশের শ্যুটিংও সেরে ফেলেছেন অভিনেত্রী।