• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও এক ফ্রেমে মদন-মধুমিতা, ‘কালারফুল বয়’এর জন্মদিনে কেক কেটে খাইয়ে দিলেন ‘পাখি’, রইল ভিডিও

Published on:

Pakhi Actress Madhumita Sarkar with Madan Mitra Viral photo on social media

এই মুহূর্তে বাংলার জনপ্রিয় ব্যক্তিত্বদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে ওপরের দিকেই নাম থাকবে মদন মিত্রের (Madan Mitra)। বঙ্গ রাজনীতির ‘কালারফুল বয়’ বলা হয় তাঁকে। বয়সের দিক থেকে দেখলে তিনি প্রৌঢ়। তবে দিন দিন যেন মদনের বয়স কমছে। বয়সকে কাঁচকলা দেখিয়ে জীবনের প্রত্যেকটি মুহূর্তকে চুটিয়ে উপভোগ করছেন কামারহাটির বিধায়ক।

শনিবার ছিল এই ‘রঙিন’ ব্যক্তিত্বেরই জন্মদিন। ৬৮ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিন উপলক্ষ্যে তিনি যে কত কেক কেটেছেন তা গুনে শেষ করা যাবে না। প্রিয় বিধায়কের জন্মদিন উপলক্ষ্যে কামারহাটিতে ছিল একেবারে সাজো সাজো রব। গতকাল সারা দিন ধরে নানান ধরণের অনুষ্ঠান আয়োজন করেছিলেন দলের নেতা, কর্মীরা।

Madan Mitra

এমনই এক অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় জন্মদিনের কেক কাটেন মদন। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের বেশ কিছু নামী ব্যক্তিত্ব। টলি অভিনেত্রী মধুমিতা সরকারও (Madhumita Sarcar) ছিলেন সেখানে। তিনি কেক কেটে কামারহাটির বিধায়ককে খাইয়ে দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মদন নিজে।

গতকালের সেই অনুষ্ঠানে অবশ্য মধুমিতা ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যও। সেই সঙ্গেই ছিলেন মদনের পুত্রবধূ মেঘনাও। এছাড়াও ‘বার্থডে বয়’কে ঘিরে ছিল আরও অনেকে। তবে সবার প্রথমে কেক কেটে তাঁকে খাইয়ে দেন পর্দার ‘পাখি’ অর্থাৎ অভিনেত্রী মধুমিতা সরকার।

Madan Mitra birthday with Madhumita Sarcar

এই বছর পুজোর সময় মধুমিতার সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন মদন। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল সেটি। সেই ছবিতে দেখা গিয়েছিল, ক্রপ টপ পরে রয়েছেন ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের পাখি এবং কামারহাটির বিধায়ক পরে রয়েছেন ধুতি এবং পাঞ্জাবি। এই ছবি ভাইরাল হওয়ার পর অনেকে কটাক্ষ করেছিলেন দু’জনকে।

বিনোদন জগতের সঙ্গে ‘কালারফুল বয়’ মদনের ঘনিষ্ঠ যোগাযোগের গুঞ্জন আগে থেকেই প্রায়ই শোনা যায়। এর আগেও শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য, তিয়াশা লেপচার মতো অভিনেত্রীদের সঙ্গে তাঁর ছবি দেখা গিয়েছিল। এবার সেই তালিকারই নবতম সংযোজন ‘পাখি’ মধুমিতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥