• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালের ‘পাখি’ এবার দক্ষিণী ছবির পাটাকা! হাজার কোটির ইন্ডাস্ট্রি সাউথের নায়িকা হচ্ছেন মধুমিতা

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। অবশ্য আসল নাম নয় মানুষ তাকে বেশি চেনে পাখি নামে। কেননা যশ দাশগুপ্তর সাথে ‘বোঝে না সে বোঝে না’ (Bojhena Se Bojhena) ধারাবাহিকের মাধ্যমেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। যদিও এরপর আর তাকে পিছন ফিরে একটিবারের জন্যেও তাকাতে হয়নি। সিরিয়াল দিয়ে শুরু হলেও সিনেমা থেকে ওয়েব সিরিজ সবেতেই দেখা গিয়েছে অভিনেত্রীকে।

মাত্র কয়েক বছরেই টলিউডে কার্যত দাপিয়ে কাজ করেছেন মধুমিতা। সোশ্যাল মিডিয়াতেও দুর্দান্ত সক্রিয় তিনি। একটা ছবি পোস্ট করলেই সাথে সাথে লাখে লাইক পৌঁছে যায়। অনেক দিন ধরেই জল্পনা চলছিল মধুমিতা নাকি অভিনয় করতে চলেছেন বলিউডে। তবে এই মুহুর্তে বলিউডের থেকেও দক্ষিণী ছবির রমরমাই বেশি। এবার মধুমিতা পাড়ি দেবেন সেই সাউথ ইন্ডাস্ট্রিতেই। এবং তাঁর বিপরীতে থাকবে জনপ্রিয় এক সুপারস্টার। ছোট খাটো চরিত্র নয় বরং নায়িকা হিসেবেই দেখা মিলবে তার।

   

Madhumita Sarcar

সানন্দা টিভির “সবিনয় নিবেদন” দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তারপর এসভিএফ প্রযোজিত স্টার জলসার “বোঝে না সে বোঝেনা” সিরিয়ালের পাখি চরিত্রের মাধ্যমেই দর্শক মনে পাকাপাকি ভাবে জায়গা করে নেন অভিনেত্রী। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও বাংলার মানুষ আজও তাকে পাখি নামেই চেনেন।

madhumita sarcar all set to debut in South Cinema

ছোটোপর্দাকে বিদায় জানিয়ে অনেকদিন আগেই সিনে দুনিয়ায় পা রেখেছেন অভিনেত্রী। চিনি’, ‘উত্তরণ’ এসবই তার অন্যতম জনপ্রিয় কাজ। দক্ষিণের জনপ্রিয় চিত্রনাট্যকার শঙ্করের সিনেমা দিয়েই সাউথে পা রাখবেন মধুমিতা। তাঁর বিপরীতে দেখা যাবে বাহুবলী ছবির ‘সেতুপতি’ অভিনেতা রাকেশ ভারকে।

প্রসঙ্গত, ছবিতে কাজের জন্য তেলেগু শিখতে হচ্ছে অভিনেত্রীকে। দক্ষিণী এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ মধুমিতা ছিলেন না। জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে এই ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ছবির প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তারপরেই মধুমিতাকে অফার করা হয় ছবি, আর তিনিও রাজি হয়ে যান।