বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম জনপ্রিয় তারকা জুটি (Celebrity Couple) হলেন রাজা গোস্বামী (Raja Goswami) এবং অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে মা হতে চলেছেন (Pregnant) মধুবনী। এবার এপ্রসঙ্গে মধুবনীর সাথেই প্রকাশ্যে খুললেন তাঁর শাশুড়ি মা (Mother in law)।
প্রসঙ্গত স্টার সেই জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’ (Valobasa Dot Com)-এর হাত ধরেই শুরু হয়েছিল তাঁদের প্রেমপর্ব। আজ থেকে ৫ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে একে অপরের সাথে সাতপাকে বাঁধা পড়েছিলেন বাংলা টেলিভিশনের এই ওম-তোড়া জুটি।
দাম্পত্য জীবনের ৪ বছর সুখে শান্তিতে কাটানোর পর ২০২১ সালের ৯ এপ্রিল রাজা মধুবনীর কোল আলো করে এসেছে তাদের নয়নের মণি অর্থাৎ একমাত্র ছেলে কেশব (Keshav) ৷ এখন রাজা-মধুবনীর জীবন জুড়ে রয়েছে এই একরত্তি কেশব। এখন স্বামী সন্তান নিয়ে সুখী গৃহকোণ মধুবনীর। আদর-যত্নে সারাক্ষণ ছেলে কেশবকে তুলোয় মুড়ে রাখেন তিনি।
ছেলেকে সামলানোর জন্য ইদানিং অভিনয় থেকে দূরেই রয়েছেন মধুবনী। তবে গতবছর স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে রাজার সাথে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে এই মুহূর্তে ছোটপর্দায় একের পর এক কাজ করে চলেছেন রাজা। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন মধুবনী। সেই ছবি দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন খুব তাড়াতাড়ি রাজা মধুবনীর জীবনে আসছে তাদের দ্বিতীয় সন্তান। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম সর্বত্র ছয়লাপ হয়ে যায় মধুবানির দ্বিতীয় বার মা হওয়ার খবরে।
প্রসঙ্গত এই মুহূর্তে সিরিয়ালে না ফিরলেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত এক্টিভ থাকেন অভিনেত্রী। এছাড়া রাজা মধুবনীর একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে শিবরাত্রির দিন মা হওয়ার খবর নিয়ে মধুবনী তার শাশুড়িমাকে কিছু বলার জন্য অনুরোধ করলে তিনি বলেন ‘এটা নিয়ে কি বলবো! যেখানে যাচ্ছি আমাকে সবাই এটাই জিজ্ঞেস করছেন, কিভাবে রটল বুঝতে পারছি না। আমিই শুনে অবাক। অন্যদিকে শাশুড়ির জবাব শুনে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে মধুবনীর জবাব ‘রটনা তো সেটাই হয়, যেটা সত্যি’।