• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেলিব্রেটি হয়েও ভোলেননি বাঙালি সস্কৃতি! ফ্যাশন না করে ইসমার্ট জোড়িতেও শাঁখা পলা পরেছেন মধুবনী

দর্শকদের বিনোদনে বাংলা সিরিয়ালের জুড়ি মেলা ভার। তবে একথা ঠিক ইদানিং সিরিয়ালের পাশাপাশি দর্শকমহলে বাড়ছে বাংলা রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তাও। চলতি বছরেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন নন ফিকশন রিয়ালিটি শো ‘ইসমার্ট জোড়ি’ (Ismart Jodi)। শুরু থেকেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে এই শো। সেইসাথে

জনপ্রিয় সেলিব্রিটি তারকাদের নিয়ে তৈরী এই জনপ্রিয় রিয়ালিটি শোকে এক অন্য মাত্রা এনে দিয়েছে সঞ্চালক তথা টলিউড অভিনেতা জিৎ(Jeet)-এর অনবদ্য সঞ্চলনা। বাংলার একাধিক সেলিব্রিটি দম্পতির মন পাগল করা  ভালোবাসার কথা শোনাতেই শুরু হয় এই রিয়ালিটি শো। আর শোতাই  অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে অন্যতম হলেন টেলি পাড়ার জনপ্রিয় সেলিব্রেটি দম্পতি রাজা গোস্বামী (Raja Goswami) এবং অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)।

   

মধুবনী গোস্বামী,Madhubani Goswami,রাজা গোস্বামী,Raja Goswami,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,শাঁখা পলা,Shankha Pola

স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ভালোবাসা ডট কমের (Valobasa Dot Com) কথা মনে আছে নিশ্চই। এই সিরিয়ালের নায়ক নায়িকা ওম, তোড়া ছিলেন তখনকার জেনারেশনের ক্রাশ। এই সিরিয়ালের হাত ধরেই পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। সেই সূত্রেই একে অপরের প্রেমে পড়েছিলেন রাজা এবং মধুবনী (Madhubani)। সেই থেকেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ হয়ে উঠেছে এই জুটি।

মধুবনী গোস্বামী,Madhubani Goswami,রাজা গোস্বামী,Raja Goswami,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,শাঁখা পলা,Shankha Pola

২০১৭ সালে একে অপরের সাথে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই সেলিব্রেটি জুটি। বিয়ের ৩ বছরের মাথায় ২০২০ সালের এপ্রিল মাসে রাজা মধুবনীর কোল আলো করে আসে তাদের একমাত্র সন্তান কেশব৷ বরাবরই স্বামী সন্তান নিয়ে সুখে সংসার অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেও ধরা পরে সেই ছবি। সম্প্রতি এই জুটিকে দেখতে পাওয়া স্টার জলসার ইসমার্ট জোড়িতে।

মধুবনী গোস্বামী,Madhubani Goswami,রাজা গোস্বামী,Raja Goswami,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,শাঁখা পলা,Shankha Pola

শুরু থেকেই এই শো’তে এসে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই জনপ্রিয় জুটি। তাই এই শোএর নিয়মিত দর্শক যারা নিশ্চই খেয়াল করে থাকবেন শো-এর শুরুর দিন থেকে এখনো পর্যন্ত হাতের সংখ্যা পোলা কিন্তু খোলেননি অভিনেত্রী মধুবনী গোস্বামী। এমনিতে এখনকার দিনে সেলেব্রেটি হোক কিংবা সাধারণ বিবাহিত মহিলা আজকের দিনে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাশন করার জন্য হাতের সংখ্যা পলা খুলে রাখেন অনেকে। যার এখানেই ব্যতিক্রম মধুবনী। সেলিব্রেটি হয়েও ইসমার্ট জোড়ির মতো জনপ্রিয় একটি রিয়ালিটি শোয়ের মঞ্চে সারাক্ষণ শাঁখা পলা পরে দর্শকদের মন জয় করে নিয়েছেন মধুবনী।