• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মধুবনীর গলায় দেশাত্মবোধের সুর, ঝড়ের বেগে ভাইরাল অভিনেত্রীর গানের ভিডিও

একসময়ে বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কমের’ (Valobasa dot com) দুই প্রধান চরিত্র ওম এবং তোরা রিল লাইফকেই বানিয়েছিলেন রিয়েল লাইফ। সিরিয়ালের সেট থেকেই প্রেম শুরু হওয়ার পর বাস্তবেও গাঁটছড়া বাঁধেন মধুবনী(Madhubani goswami) ও রাজা (Raja Goswami)।

মধুবনী গোস্বামী Madhubani Goswami

   

দীর্ঘদিন থেকেই জমিয়ে সংসার করছেন তারা। রাজা স্টার জলসার নতুন ধারাবাহিক ‘খড়কুটো’তে অভিনয় করলেও, টেলি জগত থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন মধুবনী। এবার তাদের পরিবারে এসেছে খুশির হাওয়া। মা হতে চলেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। অভিনেত্রী নিজের বেবিবাম্পি সহ ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে পোশাকের উপর দিয়ে স্পষ্ট বোঝা গেছে তার বেবি বাম্প। আর সেই ছবি ঝড়ের গতিতে ভাইরালও হয়ে পড়েছিল।

Madhubani Goswami Raja মধুবনী গোস্বামী

সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন, ভিডিওটিতে গান গাইতে দেখা যাচ্ছে অভিনেত্রী মধুবনীকে। যে সে গান নয় আসলে ২৬ শে জানুয়ারি দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন অভিনেত্রী। আর সেই গানের ভিডিওই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।

Madhubani Goswami

ভিডিওতে খালি গলাতেই গাইতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। মধুবনী বর্ডার সিনেমার ‘এ গুজারনে বলে হাওয়া বাতা’ গানটি গেয়ে শুনিয়েছেন। তার এই গানের ভিডিওটিতে ইতিমধ্যেই প্রায় ৩০ হাজারের কাছাকাছি দর্শক হয়ে গিয়েছে। সাথে অনেকেই অভিনেত্রীর গানের প্রশংসাও করেছেন পোস্টের কমেন্ট বক্সে।

প্রসঙ্গত, অভিনেত্রী উত্তর কলকাতায় একটি বিউটি স্পা ও সেলন খুলেছেন। নিজের বিউটি পার্লার নিয়ে বেশ ব্যস্ত থাকেন অভিনেত্রী মাঝে মধ্যেই সেখানে যান ও সোশ্যাল মিডিয়াতেও নিজের বিউটি পার্লারের প্রচার করেছেন দু একবার। তবে কাজের ব্যস্ততা যতই থাকে না কেন, বর্তমানে মা হবার আগে ভরপুর উত্তেজনায় রয়েছেন অভিনেত্রী। নতুন অতিথি আসবে বলে কথা যে।

site