বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুবনী গৌস্বামী (Madhubani Goswami)। একসময় স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল “ভালোবাসা ডট কম” এ তাঁর অভিনয় নজর কেড়েছিল সকল দর্শকদের। পর্দায় ওম-তোড়ার দুস্টু-মিষ্টি খুনসুটি দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকতো দর্শকরা।
টেলিভিশন পর্দার এই জুটি রিয়েল লাইফ জুটিতে পরিনত হয়েছে অনেক আগেই। সিরিয়ালের হিরো রাজা গৌস্বামীর (Raja Goswami) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন মধুবনী। বছর চারেক ধরে তাঁরা একে অপরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটিয়ে আসছেন। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ও জনপ্রিয় মধুবনী। আর মাঝে মধ্যেই নানান মজার মজার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হন এই দম্পতি।
তবে, শেষবার দর্শকরা এই প্রিয় তারকা জুটিকে ‘প্রিয় তারকার অন্দরমহল’ এর একটি পর্বে দেখতে পেয়েছিল। ‘ভালোবাসা ডট কম’ সিরিয়ালের পর আর একসঙ্গে এই জুটিকে কোনো সিরিয়ালেই দেখা যায়নি। বেশ কিছুদিন আগেই মধুবনী উত্তর কলকাতায় একটি বিউটি পার্লারও খুলেছে যা নিয়ে তিনি বেজায় খুশি। মাঝে মধ্যেই সেখান থেকে নিজের চুল কালার করা বা পার্লারে কখন কি অফার থাকছে সবকিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী।