বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম জনপ্রিয় তারকা জুটি (Celebrity Couple) হলেন রাজা গোস্বামী (Raja Goswami) এবং অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’ (Valobasa Dot Com)-এর হাত ধরেই বাংলার ঘরে ঘরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পর্দার এই ওম-তোড়া (Om-Tora) জুটি।
সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও দর্শক ভুলতে পারেননি পর্দার ওম তোড়া জুটিকে। এই সিরিয়ালের সেট থেকেই পর্দার ওম তোড়ার প্রেম গড়ায় বাস্তবে। যা আজও রয়েছে একেবারে নতুনের মতো। ‘ভালোবাসা ডট কম’ থেকে প্রায় ১০ বছর চুটিয়ে প্রেম করেছেন রাজা-মধুবনী। তার পর টানা ছয় বছর হয়ে গেল স্বামী আর সন্তান কেশবকে নিয়ে সুখী গৃহকোণ মধুবনীর।

যা সেলিব্রেটি হোক কিংবা সাধারণ মানুষ উভয় ক্ষেত্রেই আজকের প্রজন্মের মানুষের কাছে এককথায় বিরল।সেকথাই নিজের মুখে বললেন খোদ অভিনেত্রী মধুবনীও। আজ সোশ্যাল মিডিয়ায় প্রেম থেকে শুরু করে বিয়ে জীবনের একগুচ্ছ প্রিয় মুহূর্তের ছবি ভিডিও কলেজ করে শেয়ার করেছিলেন মধুবনী।

এই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘অহংকার করে বলছি না, কিন্তু সত্য এমনই জিনিস, যা স্বীকার না করে উপায়ও নেই, তাই নয় কি? আজকের এই ধরা ছাড়ার যুগে, আমাদের যুগল সত্যিই বিরল। ঈশ্বরের কাছে অশেষ ধন্যবাদ, আমরা জীবনের সঠিক সময়ে, দুজন দুজনকে খুঁজে পেয়েছি। তাঁরই আশীর্বাদে আমরা ৭০ জন্ম বা তারও পরে যদি পৃথিবীতে ফিরতে হয়, একসাথে পথ চলব। এমনকি, যখন আর পৃথিবীতে ফিরতে হবে না, তখনও একসাথেই থাকব’। অভিনেত্রীর এই পোস্ট দেখে ভালোবাসায় মুড়ে দিয়েছেন অনুরাগীরা।
View this post on Instagram
এপ্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে একরাশ বিস্ময় প্রকাশ করে মধুবনী বলেন ‘আমার সত্যিই অবাক লাগে যখন দেখি দু’বছর আগে কেউ দোল কাটাচ্ছে এক জনের সঙ্গে। বর্তমানে আবার অন্য কেউ তাঁর প্রাণের মানুষ! কারও নাম নিতে চাই না। কিন্তু আজকাল যে ঘটনাগুলো চোখের সামনে আসে, দেখে বিরক্ত হই’।

এখানেই শেষ নয় এখনকার প্রজন্মের মানুষের ভঙ্গুর সম্পর্ককে ব্যাখ্যা দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত বাণী জুড়ে দিয়ে মধুবনীর সংযোজন ‘ভগবান কৃষ্ণ বলেছিলেন, দেহ যখন পুরনো হয়ে যায়, তখন আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। বর্তমানে সবাই সম্পর্কগুলোকেও অনেকটা সে রকম ভেবে নিয়েছেন। অনেকটা জামাকাপড় বদলানোর মতো। ভগবান কৃষ্ণের তত্ত্বকে যে সকলে এই ভাবে মান্যতা দেবেন, আমি অন্তত ভাবিনি’। সেইসাথে গোটা বিষয়টাকে ‘নোংরামি’ বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী।