টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। একসময় ভালোবাসা ডট কম (Valobasa dot com) সিরিয়ালে অভিনেতা রাজা গোস্বামীর (Raja Goswami) সাথে অভিনয় করেছিলেন। টিভির পর্দায় ওম-তোরার জুটি বেশ মনে ধরেছিল দর্শকদের। আর সিরিয়ালে অভিনয় করতে করতেই হয়ে যায় প্রেম। প্রেম থেকেই শেষমেশ ২০১৭ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। সম্প্রতি দুই থেকে তিন হয়েছেন এই রিল থেকে রিয়েল লাইফের এই জনপ্রিয় জুটি।
যখন বিবাহ বিচ্ছেদের খবরে টলিউড উত্তাল, সেই সময়েও চারটে বছর নির্ঝঞ্ঝাট সুখী দাম্পত্য কাটিয়ে ফেললেন মধুবনী-রাজা। সালটা ২০১০ স্টারজলসার ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের সেট থেকেই প্রেম শুরু ওম-তোরা ওরফে মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামীর। তারকা দম্পতির কথায়, শুরুতে নাকি একটু বেসুরেই বেজেছিল তাদের প্রেমের বীণা কিন্তু তারপর একেবারে প্রেমের জোয়ারে বানভাসি।
তারপর রিল লাইফ থেকে এক্কেবারে রিয়েল লাইফেও গাঁটছড়া বেঁধে ফেলেন মধুবনী-রাজা। আর তারপর কেটে যায় দীর্ঘ ১১ বছর। আর এই দীর্ঘ কয়েক বছরে অনেক কিছুই বদলেছে বদলায়নি তাদের প্রেমের সমীকরণ বিন্দুমাত্র বদলায়নি। তাই কদিন আগেই নেটমাধ্যমে নিজেদের প্রেমবার্ষিকী উদযাপন করতে গিয়ে ছবি শেয়ার করে রাজা লেখেন, ‘গাড়ি বদলেছে। বাড়ি বদলেছে। সরকার বদলেছে। বদলায়নি শুধু প্রেম’।এখনও রাজার মনে হয়, এই তো সে দিনের ঘটনা! চোখ বন্ধ করলেই দেখতে পান, লাল মারুতিতে পাশাপাশি বসে তিনি আর মধুবনী। গাড়ি ছোট। কিন্তু জায়গার অভাব হয়নি কোনও দিন, জানিয়েছেন অভিনেতা।
চলতি বছরের ১০ ই এপ্রিল পুত্র সন্তান কেশবের জন্ম দিয়েছেন রাজা-মধুবনী। দুই থেকে তিন হওয়ার পর এই তাদের প্রথম বিবাহ বার্ষিকী। আর এই বিশেষ দিনেই ৪ বছর আগের বৌভাতের মিষ্টি মুহুর্ত শেয়ার করে স্মৃতিচারণায় ভাসলেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, টিয়া সবুজ জামদানী শাড়িতে মাথা ভর্তি সিঁদূর মধুবনীর। নববধূকে ভাতের থালা আর সোনার গয়না দিচ্ছে রাজা- এমন সুখস্মৃতি শেয়ার করেই নস্টালজিক হলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ১১ বছরের পথচলার সব স্তর ভাগ করে নিয়েছেন তাঁরা। মা হওয়ার প্রতিটি ধাপ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মধুবনী। ‘পূর্ণ গর্ভ’, ‘সাধ’ খাওয়ার ছবিও শেয়ার করেছেন নেটমাধ্যমে। অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। ‘ ভালোবাসা ডট কম ‘ কার্যতই তাদের জীবনে সত্যি হয়ে উঠেছে।