বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি দম্পতি হলেন রাজা গোস্বামী (Raja Goswami) এবং অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’ (Valobasa Dot Com)-এর কথা মনে আছে নিশ্চই। এই সিরিয়ালের নায়ক নায়িকা ওম, তোড়া ছিলেন তখনকার জেনারেশনের ক্রাশ।
এই সিরিয়ালের হাত ধরেই পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। সেই সূত্রেই মন দেওয়া নেওয়া হয়েছিল রাজা এবং মধুবনীর। সেই থেকেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ হয়ে উঠেছে এই জুটি। আজ থেকে ৫ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে একে অপরের সাথে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই সেলিব্রেটি জুটি।
বিয়ের ৩ বছরের মাথায় ২০২০ সালের এপ্রিল মাসে রাজা মধুবনীর কোল আলো করে আসে তাদের একমাত্র সন্তান কেশব (Keshav) ৷ বরাবরই স্বামী সন্তান নিয়ে সুখী গৃহকোণ মধুবনীর। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেও ধরা পরে সেই ছবি। কিছুদিন আগেই এই জুটিকে দেখা যাচ্ছিল স্টার জলসার ইসমার্ট জোড়িতে। ইদানিং এই জুটির মধ্যে রাজা সিরিয়াল করলেও বিয়ের পর থেকে সেই ভাবে আর পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে।
এখানেই এখনকার জেনারেশনে ছেলেমেয়েদের থেকে একটু হলেও আলাদা অভিনেত্রী মধুবনী গোস্বামী। শুরু থেকে কখনই নাকি তেমন উচ্চাকাঙ্খী ছিলেন না তিনি। আর ছেলে হওয়ার পর থেকে তো তিনি লাইট,ক্যামেরা অ্যাকশন থেকে আরও দূরে অনেক বেশি সংসারী উঠেছেন। ছেলে অন্ত প্রাণ অভিনেত্রীর কথায় তিনি ছেলের বেড়ে ওঠার দিনগুলোর একটা মুহূর্তও মিস করতে চান না। সবটাই নিজের চোখে দেখতে চান।
তাই তিনি আপাতত অভিনয় নয় ব্যস্ত রয়েছেন একরত্তি ছেলে কেশবকে নিয়ে। তবে এখন অভিনয় না করার জন্য বিন্দুমাত্র আফসোস করেন না অভিনেত্রী কিংবা কোন রকম অবসাদ বোধ নেই তার মধ্যে। প্রসঙ্গত আপাতত অভিনয়ে না ফিরলেও মধুবনীর একটি পার্লার রয়েছে। ছেলে এবং সংসার সামলানোর পাশাপাশি সেখানে দিনের বেশ কিছুটা সময় দিয়ে থাকেন তিনি।
সম্প্রতি আর সংবাদ মাধ্যমের কাছে অভিনয়ের ফেরার প্রসঙ্গে অর্থনৈতিক দিক নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন অভিনেত্রী। তিনি বলেছেন সাধারণত সবাই তখনই বাইরে কাজে যায় যখন তাদের অর্থের প্রয়োজন থাকে। কিন্তু মধুবনী জানিয়েছেন এই মুহূর্তে টাকা পয়সা নিয়ে তাকে বেশি চিন্তা করতে হচ্ছে না। আর তার এখনও এমন পরিস্থিতি হয়নি যে কাজ না করলে হাঁড়ি চলবে না। তাই আপাতত রাজা এবং কেশবকে নিয়ে চুটিয়ে সংসার করতেই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।