টেলিভিশনের নানা সিরিয়ালের মধ্যে কিছু সিরিয়াল দর্শকদের মন ছুঁয়ে যায়। আর প্রিয় সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবনেরও খোঁজ রাখতে পছন্দকরেন অনেকেই। এমনকি একটি জনপ্রিয় সিরিয়াল হল ভালোবাসা ডট কম (Valobasa dot com)। সিরিয়ালটি শেষ হয়ে গেলেও সিরিয়ালের অভিনেত্রী মধুবনী গোস্বামীকে (Madhumita Goswami) মনে রেখেছে দর্শকেরা। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় অভিনেত্রী।
অভিনেত্রী বিয়ে করেছেন অভিনেতা রাজা গোস্বামীকে। সিরিয়ালে অভিনয় করতে করতেই হয়ে যায় প্রেম। প্রেম থেকেই শেষমেশ ২০১৭ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। আর বিয়ের পর তাদের পরিবারে সুখবরও এসেছে ইতিমধ্যেই। পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্বামী সন্তান আর শশুরবাড়ি মিলিয়ে ভালোই সংসার করছেন অভিনেত্রী। ছেলে কৃশবকে নিয়ে মাঝে মধ্যেই ছবিও শেয়ার করেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পর্দায়।
আজকাল যেখানে শশুড়বাড়ির সম্পর্কে নানা কথা শোনা যায় সেখানে একেবারে উল্টোটাই মধুবানির শশুরবাড়ি। শ্বশুরবাড়িতে অতিযত্নে আছেন মধুবনী, একথা বারবারই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন অভিনেত্রী। রাজাকে স্বামী হিসাবে আর শাশুড়ি হিসাবে মামণিকে পেয়ে নিজেকে সত্যিই ভাগ্যবান বলে মনে করেন অভিনেত্রী। সম্প্রতি আবারো সেই কথাই শেয়ার করেছেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে।
নিজের বিয়ে করে শশুরবাড়িতে আসার সময়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন মধুবনী। ছবি শেয়ার করে লিখেছেন, আমার মামণি পরম স্নেহময়ী। কেশবের ঠাকুমা ও রাজার মা আর আমার সবচাইতে বড় সাপোর্ট সিস্টেম। বলা যেতেই পারে আজ মামণির জন্যই আমি দাঁড়িয়ে আছি। আমায় আদোরে ভরিয়ে দিয়ে, জল মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামাচ্ছেন ভালোবাসার প্রদীপ জেলে তার ঘরে আমায় বরণ করে তুলবেন বলে’।
এখানেই শেষ নয় অভিনেত্রী আরো লিখেছেন, গতজন্মে বা এই জন্মে আমি নিশ্চই কোনো সুকর্ম করেছি। যার ফলস্বরূপ আমি তোমায় আমার মামণি রূপে পেয়েছি। সত্যিই আমি ভাগ্যবতী মামণি সবাই পায় না! সবাই কেন কেউই পায় না’।
শ্বাশুড়ির প্রতি এমন আবেগভরা বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি মানুষ পোস্টটি দেখেছেন ও লাইক করেছেন।