• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুপোলি পর্দায় ফুটে উঠবে নায়িকার জানা অজানা কাহিনী! আসছে ‘মধুবালা’র বায়োপিক, রইল সমস্ত আপডেট

বলিউডের অন্যতম সুন্দরী এবং প্রতিভাবান নায়িকাদের মধ্যে একজন হলেন মধুবালা (Madhubala)। নায়িকার ব্যক্তিগত জীবনও সিনেমার থেকে কম নয়। দিলীপ কুমারের সঙ্গে প্রেম থেকে শুরু করে কিশোর কুমারের সঙ্গে বিয়ে- নায়িকার জীবনের কাহিনী টেক্কা দিতে পারে যে কোনও ছবির কাহিনীকে। এবার মধুবালার জীবনের নানান অজানা গল্প নিয়েই আসছে মধুবালার বায়োপিক (Madhubala’s biopic)।

আগেই শোনা গিয়েছিল, বলিউডের এই নামী অভিনেত্রীর বায়োপিক আসতে চলেছে। তবে শুধু গুঞ্জনই শোনা যাচ্ছিল। সেই প্রোজেক্ট দিনের আলো দেখছিল না। তবে অবশেষে এবার নায়িকার বোন মধুর ভূষণ (Madhur Bhushan) এক নামী সংবাদমাধ্যমকে জানিয়েছে, এবার সত্যি সত্যিই মধুবালার বায়োপিক আসতে চলেছে। এই নিয়ে এক নামী প্রযোজনা সংস্থা এবং প্রযোজকের সঙ্গে তাঁর কথাও হয়ে গিয়েছে।

   

Madhubala মধুবালা

সম্প্রতি সংশ্লিষ্ট নামী সংবাদমাধ্যমের তরফ থেকে সেই নামী প্রযোজনা সংস্থার কর্তা প্রশান্ত সিংকে এই বিষয়ে জিজ্ঞেস করেন। যার জবাবে তিনি বলেন, ‘মধু ভূষণের সঙ্গে মিলে আমি এবং আমার পার্টনার মধুর‍য়া বিনয় মধুবালায় বায়োপিকের প্রযোজনা করছি। মধুবালা ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এবং ব্রিউইং থটস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রোজেক্ট হতে চলেছে এটি। আশা করা হচ্ছে, আগামী বছর এই ছবির প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে’।

ব্রিউইং থটস প্রোডাকশন কোম্পানি শুধুমাত্র মধুবালার বায়োপিকই নয়, শক্তিমান ট্রিলজি থেকে শুরু করে ক্যাপ্টেন ব্যোমের ওপর ছবি এবং ওয়েব সিরিজও আনতে চলেছে। এই প্রযোজনা সংস্থার প্রোজেক্টগুলি নিয়ে বেশ উত্তেজিত দর্শকরা।

Madhubala মধুবালা

মধুবালার বায়োপিক প্রসঙ্গে কথা বলার সময় তাঁর বোন মধুর বলেন, ‘শক্তিমানের নির্মাতা প্রশান্ত এবং বিনয়ের সঙ্গে আমরা হাত মিলিয়েছি। তাঁরা এবং অরবিন্দ মালব্য মিলে আমার দিদির জীবনের ওপর ছবি তৈরি করবে। আমরা দর্শকদের ইচ্ছা পূরণ করতে চাই। কয়েক মাসের মধ্যে ছবির বাকি সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে’।

তবে জানিয়ে রাখা প্রয়োজন মধুবালার একটি নয়, বরং দু’টি বায়োপিক আসতে চলেছে। দ্বিতীয় ছবি সম্বন্ধে মধুরকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি সত্যিই জানি না। ওনারা ওনাদের কাজের বিষয়ে বলতে পারবেন’।