• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গল্প হলেও সত্যি! ‘মাধবীলতা’ সিরিয়ালের নায়িকা আসলে কল্পনা নয় উড়িষ্যার জঙ্গল থেকে আসা চরিত্র

Published on:

স্নেহাশীষ চক্রবর্তী,Snehasish Chakraborty,মাধবীলতা,Madhabilata,Real Charector,আসল চরিত্র

সব বাংলা সিরিয়ালের গল্পই এক! ঘুরেফিরে সেই একই কাহিনী দেখানো হয় টিভির পর্দায়। হামেশাই কানে আসে এহেন কথা। তবে এটা শুধু কথার কথা নয় মোটেই। একসময় এমনটাই মনে করতেন বাংলা ইন্ডাস্ট্রি জনপ্রিয় প্রযোজক পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী (Snehasish Chakraborty) নিজেও। তাই একটা সময় ছিল যখন তিনি ঠিক-ই করে নিয়েছিলেন বাংলা সিরিয়াল আর বানাবেন না।

প্রসঙ্গত জনপ্রিয় প্রযোজনা সংস্থা ব্লুজের কর্ণধার তিনি। তার এই প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হয়েছে স্টার জলসা এবং জি বাংলার একাধিক জনপ্রিয় সিরিয়াল। ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘বরণ’, ‘যমুনা ঢাকি’, ‘সর্বজয়া’ তালিকাটা কিন্তু বেশ লম্বা। একসময় তার সিরিয়াল টিআরপিতেও ভালো স্কোর করেছে  একাধিকবার। সেরা সিরিয়ালের তকমাও পেয়েছিল ‘খুব খুকুমণি হোম ডেলিভারি’ এবং ‘যমুনা ঢাকি’-র মতো সিরিয়াল।

স্নেহাশীষ চক্রবর্তী,Snehasish Chakraborty,মাধবীলতা,Madhabilata,Real Charector,আসল চরিত্র

কিন্তু একটা সময় বাংলা সিরিয়ালের একঘেয়ে ট্রেন্ড নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিলেন স্নেহাশীষ চক্রবর্তী, তাই তিনি ঠিক করে নিয়েছিলেন আর বাংলা সিরিয়াল বানাবেন না। সেই সময় তিনি জানিয়েছিলেন ‘ইদানিং কোনও ধারাবাহিকের গল্প  সেইভাবে মন জয় করতে পারছে না। একই প্লট হওয়ায় মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে। এটা ভীষণ ভয়ের কথা। এই জন্যই আমি সিরিয়াল তৈরি ছেড়ে দিতে চেয়েছিলাম’।

স্নেহাশীষ চক্রবর্তী,Snehasish Chakraborty,মাধবীলতা,Madhabilata,Real Charector,আসল চরিত্র

কিন্তু না চাইলেও তিনি আরও একবার ফিরে এসেছেন ছোট পর্দার নতুন সিরিয়াল ‘মাধবীলতা'(Madhabilata) নিয়ে।  এই ধারাবাহিকের হাত ধরে দর্শকরা উপহার পেয়েছেন আরও একটি নতুন জুটি। এই  ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করছেন ‘বরণ’ সিরিয়ালের নায়ক রুদ্রিক অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় এবং নায়িকা মাধবীলতা চরিত্রে দেখা যাচ্ছে জীবন সাথী সিরিয়ালের ঝিলম অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়াকে।

Madhabilata Serial New Promo Sobuj Propose madhabilata viewers strat trolling

কিন্তু সিরিয়ালবানানো থেকে মুখ ফিরিয়ে নিয়ে আবার কেন ফিরে এলেন সেই কাজে ? এপ্রসঙ্গে স্নেহাশীষ চক্রবর্তী  জানিয়েছেন এই মাধবীলতা চরিত্রটি একেবারেই তার কল্পনার প্রসূত নয়। পরিচালক মহাশয়ের কথায় এই মাধবীলতা এমন একটি চরিত্র জেক তিনি সত্যিই নিজের চোখে দেখেছেন। প্রযোজক জানান উড়িষ্যার জঙ্গলে তিনি এমন এক মেয়েকে দেখেছিলেন যে আসলেই সিরিয়ালের মাধবীলতার মতোই ভালোবাসে জঙ্গলকে। তাই তাকে দেখে অনুপ্রাণিত হয়েই এই সিরিয়াল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥