• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরু হতেই শেষ! চোখে জল থাকলেও মুখে হাসি, রইল ‘মাধবীলতা’র সেটের শেষ দিনের মুহূর্তের ছবি

Published on:

Madhabilata Serial Last Day Shoot

কূটকচালি-পরকীয়া ছেড়ে একেবারে ভিন্ন স্বাদের একটি সিরিয়াল শুরু করেছিল স্টার জলসা (Star Jalsha)। ‘মাধবীলতা’র (Madhabilata) প্রথম প্রোমো দেখেই দর্শকদের বেশ ভালোলেগে গিয়েছিল। অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছিল ধারাবাহিকটি। কিন্তু দিনের শেষে সম্পূর্ণ খেলাই তো টিআরপির! কিন্তু ‘মাধবীলতা’র ক্ষেত্রে ভালো টিআরপি থাকলেও তা কয়েকমাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হল।

বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন নতুন ধারাবাহিক শুরুর হিড়িক পড়েছে। সেই কারণে কোপ পড়ছে পুরনো ধারাবাহিকগুলির ওপর। আর সেই জন্যই টিআরপি লিস্টে ভালো ফল করেও কয়েকমাসের মধ্যে কপাল পুড়ল ‘মাধবীলতার’।

Madhabilata will air off soon in just 3 months

একটা সিরিয়াল করতে করতে কলাকুশলীরা প্রায় একটা পরিবারের মতো হয়ে যায়। ‘মাধবীলতা’ও এর ব্যতিক্রম নয়। কয়েকমাসের মধ্যেই সম্পূর্ণ টিম একটি পরিবারের মতো হয়ে গিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই বিদায় বেলায় মন খারাপ সকলের। সিরিয়ালের শেষ দিনে তাই আবেগে ভাসলেন প্রত্যেকে।

সিরিয়ালের নায়িকা মাধবী অর্থাৎ অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া থেকে শুরু করে খলনায়িকা- শেষদিনে প্রত্যেকের মন খারাপ। পর্দায় রসায়ন যেমনই হোক না কেন, বাস্তবে প্রত্যেকেই তো একে অপরের খুব কাছের। সেই জন্য শেষদিনে প্রত্যেককে একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেল ‘মাধবীলতা’র সেটে।

Madhabilata Last Day shoot

মাত্র ৩ মাসের সফরে ‘মাধবীলতা’ যেমন অনেক দর্শকের মন জয় করেছে, তেমনই আবার বহুবার ট্রোলের শিকারও হয়েছে। তা সে ছবিবাবুর লুকিয়ে লুকিয়ে ছবি তোলা হোক বা পদার্থবিজ্ঞানে ৯৮ পাওয়া! তবে এত কিছুর পরেও কিন্তু ধারাবাহিকটির দর্শকসংখ্যা বেশ ভালোই ছিল। কিন্তু তা সত্ত্বেও শেষরক্ষা আর হল না।

Madhabilata Last Day shoot

কথাতেই আছে ‘যা শুরু হয়েছে তা শেষ তো হবেই’। টেলিভিশন ধারাবাহিকের ক্ষেত্রে যে একথা ঠিক কতখানি সত্যি তা এখন দেখাই যাচ্ছে। রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে একাধিক সিরিয়াল। ঠিক যেমনটা ‘মাধবীলতা’র সঙ্গে হল। তবে মাধবীর শেষ পর্বের সংলাপই আশা জাগিয়েছে দর্শকদের মনে। ‘মাধবীলতা আবার জন্ম নেবে, পরের প্রজন্মে মাধবীলতা আবার ফিরবে’- কে বলতে পারে হয়তো কয়েক মাস বা কয়েক বছর পর আবার ‘মাধবীলতা’ নতুন রূপে পর্দায় ফিরবে না!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥