• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাধবীলতা প্রেমীদের জন্য সুখবর! এই জনপ্রিয় নায়কের সাথে জুটি বেঁধে পর্দায় ফিরছেন শ্রাবণী ভূঁইয়া

Published on:

Madhabilata fame Sharabani Bhunia and Syed Arefin will reportedly be seen in a new serial

বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন নতুন সিরিয়াল শুরুর হিড়িক পড়েছে। একের পর এক নতুন সিরিয়াল আসছে, আর তাতে কপাল পুড়ছে পুরনো সিরিয়ালগুলির। স্টার জলসাতেও যেমন গত কয়েক সপ্তাহে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। সেই কারণে বন্ধ হয়ে গিয়েছে ‘মাধবীলতা’ (Madhabilata), ‘ধুলোকণা’র মতো একাধিক জনপ্রিয় সিরিয়াল।

লালন-ফুলঝুরির ‘ধুলোকণা’ তবুও এক বছরের বেশি চলেছে। কিন্তু মাধবী আর তাঁর ছবিবাবুর গল্প তো মাত্র তিন মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। স্লট লিডার হওয়া সত্ত্বেও কপাল পুড়েছে এই সিরিয়ালের। তাই স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে ‘মাধবীলতা’ অনুরাগীদের বেশ মন খারাপ ছিল। তবে অবশেষে এল সুখবর।

Madhabilata serial

কারণ ‘মাধবীলতা’ শেষ হলেও শীঘ্রই নতুনরূপে পর্দায় ফিরতে চলেছে অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia)। বিপরীতে থাকছেন জনপ্রিয় এক টেলি অভিনেতা। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই সংবাদ। এখন নিশ্চয়ই ভাবছেন কার সঙ্গে জুটি বাঁধতে চলেছে পর্দার মাধবী?

তাহলে জানিয়ে রাখি, শোনা যাচ্ছে সুস্মিত মুখার্জির সঙ্গে ‘মাধবীলতা’য় কাজ করার পর এবার জনপ্রিয় টেলি অভিনেতা সৈয়দ আরেফিনের (Syed Arefin) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পর্দার ‘মাধবী’ তথা শ্রাবণী। সৈয়দ আরেফিনকে দর্শকরা ‘খেলাঘর’ ধারাবাহিকের ‘শান্টু’ হিসেবেই বেশি চেনে। শ্রাবণী-সৈয়দ আরেফিনের এই নতুন ধারাবাহিকের দ্বিতীয় লিড রোলেও টেলি দুনিয়ার দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে বলে দাবি করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিবেদনে।

Shrabani Bhunia Syed Arefin

মাত্র তিন মাসের মধ্যে ‘মাধবীলতা’ শেষ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকরা ফের শ্রাবণীকে পর্দায় ফেরানোর দাবি জানাচ্ছিলেন। অবশেষে তাঁদের দাবি যে পূরণ হতে চলেছে এটা জেনেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অনেকে। আপাতত তাঁরা শ্রাবণী এবং সৈয়দ আরেফিনের জুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

প্রসঙ্গত, শ্রাবণীর মতোই সৈয়দ আরেফিনকেও দর্শকরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে দেখেছেন। মনামী ঘোষের বিপরীতে ‘ইরাবতীর চুপ কথা’ এবং স্বীকৃতি মজুমদারের বিপরীতে ‘খেলাঘর’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥