• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখের সামনে পুড়ে ছাই জংলাহাটার জঙ্গল! মাধবীলতার মর্মান্তিক পরিণতি দেখে চোখ ভিজল দর্শকদের

সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া মুক্ত একেবারে ভিন্ন স্বাদের একটি সিরিয়াল স্টার জলসার ‘মাধবীলতা’ (Madhabilata) গল্পের নতুনত্ব আর নায়িকা মাধবীলতার সংলাপ এই সিরিয়ালকে এক অন্য মাত্রা দিয়েছিল। যার ফলে অল্পদিনেই দর্শকমহলে বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল এই নতুন সিরিয়াল। টিআরপি লিস্টের দিকে তাকালেও দেখা যাবে বেশ ভালোই নম্বর রয়েছে মাধবীলতার ঝুলিতে।

কিন্তু টিআরপিতে ভালো ফল করেও লেভার লাভ কিছুই হল না! বিনোদনমূলক চ্যানেলগুলোতে এখন নিত্যনতুন সিরিয়ালের মেলা। প্রতিদ্বন্দ্বী চ্যানেলকে টেক্কা দিতে নতুন সিরিয়াল শুরু হওয়া এখন প্রায় জল ভাতে পরিণত হয়েছে। গত কয়েক মাসের মধ্যেই টেলিভিশনের পর্দায় যেমন শেষ হয়েছে একাধিক সিরিয়াল, তেমনই তার কোপ গিয়ে পড়েছে অন্যান্য পুরনো  সিরিয়াল গুলোর উপর।

   

মাধবীলতা,Madhabilata,শ্রাবনী ভূইঁয়া,Shrabani Bhunia,অন্তিম পর্ব,Last Episode

তাই সম্ভবত নতুনকে জায়গা দিতেই এবার মাঝপথেই শেষ হয়ে গেল জঙ্গল অন্ত প্রাণ মাধবীলতার গল্প। এই সিরিয়ালে মুখ্য চরিত্র মাধবীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রাবনী ভূইঁয়া (Shrabani Bhunia)। অন্যদিকে নায়ক সবুজের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা সুস্মিত মুখার্জী (Sushmit Mukherjee)-কে।

মাধবীলতা,Madhabilata,শ্রাবনী ভূইঁয়া,Shrabani Bhunia,অন্তিম পর্ব,Last Episode

টেলিভিশনের পর্দায় মাত্র তিন মাসেই শেষ হল মাধবীর সফর । রবিবার অর্থাৎ ৪ ডিসেম্বর টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হল মাধবীলতা। একসময় এই সিরিয়াল নিয়ে কম ট্রোলিং হয়নি সোশ্যাল মিডিয়ায়। কখনও পদার্থবিজ্ঞানে ৯৮ পাওয়া নিয়ে নায়িকার সংলাপ আবার কখনও নায়ক অর্থাৎ ছবি বাবুর লুকিয়ে ছবি তোলা। কিন্তু এতকিছুর পরেও এই সিরিয়াল পাকাপাকিভাবে জায়গা করতে পারল না দর্শকদের মনে। শুরুটা ধুমধাম করে হলেও মাত্র তিন মাসের মাথায় এবার শেষ হল  মাধবী আর তার ছবি বাবুর গল্প।

মাধবীলতা,Madhabilata,শ্রাবনী ভূইঁয়া,Shrabani Bhunia,অন্তিম পর্ব,Last Episode

তবে বিদায় নেওয়ার আগে অন্তিম পর্বে (Last Epidsode)দর্শকদের কাঁদিয়ে ছেড়েছে পর্দার মাধবী । চোখের সামনে জংলাহাটার জঙ্গল পুড়ে ছাই হতে দেখে জঙ্গল অন্ত প্রাণ মাধবীর অভিনয় দেখে চোখ ভিজে উঠেছে সকলেরই। শেষে  একেবারে বুকফাটা আর্তনাদ করে মাধবীর ‘মা’ বলে চিৎকার শুনে গায়ে কাঁটা দিয়েছে দর্শকদের। এছাড়া  মাধবীর শেষ সংলাপ  ‘মাধবীলতা আবার জন্ম নেবে, পরের প্রজন্মে মাধবীলতা আবার আসবে। ছোট ছোট চারা থেকে আবার মাধবীলতা গজিয়ে উঠবে’- শুনে চোখের জল ধরে রাখতে পারেনি কেউই।

site