• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরপর দুটো লিড রোল! রইল জীবনসাথীর ঝিলাম থেকে ‘মাধবীলতা’র নায়িকা শ্রাবনীর অভিনয়ে আসার কাহিনী

Published on:

Madhabilata,মাধবীলতা,Jhilam,ঝিলম Jibansathi,জীবনসাথী,Shrabani Bhunia,শ্রাবণী ভূঞ্যা

বাংলা বিনোদন জগতে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলতে থাকে স্টার জলসা আর জি বাংলার মতো প্রথম সারির দুটি বিনোদনমূলক চ্যানেলের মধ্যে। এখন সব বিনোদনমূলক চ্যানেলেই আসছে এক ঝাঁক নতুন সিরিয়াল।এরই মধ্যে জল্পনাকে সত্যি করে এসে গিয়েছে আরও একটি নতুন সিরিয়াল ‘মাধবীলতা’ (Madhabilata)-র প্রথম প্রোমো (First promo)।

এই সিরিয়ালে জুটি হিসাবে দেখা যাবে বরণ সিরিয়ালের নায়ক রুদ্রিক(Rudrik) অভিনেতা সুস্মিত (Sushmit Mukherjee) আর নায়িকার চরিত্রে দেখা যাবে ‘জীবন সাথী’ (Jiban Sathi) সিরিয়ালের ঝিলম (Jhilam) অভিনেত্রী শ্রাবণী ভূঞ্যা (Shrabani Bhunia)-কে। গত সপ্তাহের শেষেই  প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রথম প্রমো।

Madhabilata,মাধবীলতা,Jhilam,ঝিলম Jibansathi,জীবনসাথী,Shrabani Bhunia,শ্রাবণী ভূঞ্যা

নতুন সিরিয়ালে একেবারে নতুন ধরা দিতে চলেছেন পর্দার ঝিলম। এই সিরিয়ালে তাকে জঙ্গলে ঘেরা এক গ্রামের মেয়ের চরিত্রে দেখা যাবে। সিরিয়ালে তাঁরই নাম হচ্ছে মাধবীলতা। প্রমোতে তাকে জঙ্গলের শত্রুদের সাথে মারপিঠ করতে দেখা গিয়েছে। প্রমো দেখে জানা যাচ্ছে এই মাধবীর কাছে জঙ্গলই হল তার প্রাণ আর গাছ তার মা। তাই প্রাণ থাকতে সে কোনো গাছকেই চোরা শিকারিদের কাছে মাথা নোয়াতে দেবে না।

Madhabilata,মাধবীলতা,Jhilam,ঝিলম Jibansathi,জীবনসাথী,Shrabani Bhunia,শ্রাবণী ভূঞ্যা

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে  জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর একটি পুরনো ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রাবণী ভূঞ্যা। সেখানে তিনি সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথায় কথায় শ্রাবনী জানান তার অভিনয়ের যাত্রাটা আসলে কেমন ছিল।

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

আদতে মেদিনীপুরের কন্টাইয়ের মেয়ে শ্রাবণী ছোট থেকেই ভালোবাসতেন নাচ করতে। নাচি ছিল তার প্যাশন।  জুওলজি নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। নাচের জন্য কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছিলেন তিনি। আর সকলেই জানেন রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব কতটা জনপ্রিয়।  এই বসন্ত উৎসবেই একবার নাচ করেছিলেন অভিনেত্রী। আর সেই বছর তার সেই সব নাচের ছবি সোশ্যাল মিডিয়ার ব্যাপক ভাইরাল হয়েছিল। সেই ছবি দেখেই তার কাছে ফোন এসেছিল ব্লুজ প্রোডাকশনের স্নেহাশিস চক্রবর্তীর। তারপরেই সুযোগ পেয়েছিলেন সিরিয়ালে অভিনয়ের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥