• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাস্তের পর এবার ঘন্টা, জি বাংলায় ধামাকাদার কামব্যাক ‘মাধবীলতা’ শ্রাবনীর

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,শ্রাবনী ভূঁইয়া,Shrabani Bhunia,মাধবীলতা,Madhabilata,নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,প্রকাশ্যে প্রোমো,Promo On Air

বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের (New Serial) মেলা। এরইমধ্যে জল্পনাকে সত্যি করেই এসে গিয়েছে জি বাংলার (Zee Bangla) নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘মুকুট’এর (Mukut) প্রথম প্রোমো। এবার এই সিরিয়ালের হাত ধরেই নতুন রূপে ফিরলেন বাংলা টেলিভিশনের ‘মাধবীলতা’ (Madhabilata) অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া (Shrabani Bhunia)।

প্রসঙ্গত কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শেষ হয়েছে শ্রাবণী অভিনীত জনপ্রিয় মেগা সিরিয়াল মাধবীলতা। মাত্র ৩ মাসেই শেষ হয়েছিল এই সিরিয়াল। ধারাবাহিকে ছবি বাবুর সাথে মাধবীর জুটি বেশ মনে ধরেছিল দর্শকদের। অল্প দিনেই প্রিয় সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হয়ে গিয়েছিল এই সিরিয়ালের  দর্শকদের।সেই থেকেই দর্শকরা অপেক্ষায় রয়েছেন প্রিয় মাধবীকে টিভির পর্দায় দেখার জন্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,শ্রাবনী ভূঁইয়া,Shrabani Bhunia,মাধবীলতা,Madhabilata,নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,প্রকাশ্যে প্রোমো,Promo On Air

এবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন আপডেট অনুযায়ী ব্লুজ প্রোডাকশনের এই নতুন সিরিয়ালে শ্রাবণীর তাঁর বিপরীতে নায়ক হিসেবে যিনি রয়েছেন তিনি বাংলা টেলিভিশনের বেশ পরিচিত  মুখ। ইতিপূর্বে একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জানা যাচ্ছে এই ‘মুকুট’ সিরিয়ালে শ্রাবনীর নতুন নায়কের নাম রায়ান। আজই প্রকাশ্যে আসা  দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরী প্রোমোতে দেখা যাচ্ছে নায়িকা মুকুটের বাবা প্রতিমা শিল্পী। ক্যামেরা হাতে একদল ঠাকুরের বায়না নিতে এলে দেখা যাচ্ছে মায়ের হাতে অস্ত্রের বদলে ফুল তুলে দিচ্ছে মুকুট।

আর কারণ হিসাবে সে বলছে ‘মা তো ভালোবাসার রূপ। তাই এবার না হয় অস্ত্রের বদলে ফুল হাতে গৌরী রূপে পুজো করলেন’। এরপরেই দেখা যাচ্ছে একদল গুন্ডা বিয়ের মণ্ডপ থেকে বিয়ের কনে কে তুলে নিয়ে যাচ্ছিল।  তখন তাঁকে বাঁচাতে প্রথমে থালা ভর্তি সিঁদুর ছুঁড়ে মারে মুকুট আর পরে দেখা যায় মন্দিরের বড় ঘন্টা হাতে নিয়ে বন বন করে ঘুরিয়ে মুকুট বলছে ‘মেয়েরা যেমন গৌরী তেমন প্রয়োজনে চন্ডীও হতে পারে’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,শ্রাবনী ভূঁইয়া,Shrabani Bhunia,মাধবীলতা,Madhabilata,নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,প্রকাশ্যে প্রোমো,Promo On Air

প্রসঙ্গত এই নতুন সিরিয়ালে শ্রাবনী ছাড়াও রয়েছে আরও একাধিক চমক। বিশেষ করে নতুন প্রমো দেখে মনে হচ্ছে এই সিরিয়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছেন কড়িখেলা সিরিয়ালের পারমিতা অপূর্বর জুটি। সব মিলিয়ে নতুন প্রোমো আসতেই দারুন উচ্ছাসিত দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥