স্টার জলসা হোক কিংবা জি বাংলা (Zee Bangla) টেলিভিশনের পর্দায় এখন নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) হিড়িক। এবার শোনা যাচ্ছে আরও এক নতুন রূপে ফিরতে চলেছেন বাংলা টেলিভিশনের ‘মাধবীলতা’ (Madhabilata) অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া (Shrabani Bhunia)। তবে এবার আর স্টার জলসা নয় অভিনেত্রী ফিরছেন জি বাংলার নতুন সিরিয়ালে।
কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শেষ হয়েছে শ্রাবণী অভিনীত মাধবীলতা। মাত্র ৩ মাসেই শেষ হয়েছিল এই সিরিয়াল। ধারাবাহিকে ছবি বাবুর সাথে মাধবীর জুটি বেশ মনে ধরেছিল দর্শকদের। অল্প দিনেই প্রিয় সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হয়ে গিয়েছিল এই সিরিয়ালের দর্শকদের।সেই থেকেই দর্শকরা অপেক্ষায় রয়েছেন প্রিয় মাধবীকে টিভির পর্দায় দেখার জন্য। জানা যাচ্ছে এবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
মাঝে শোনা গিয়েছিল শ্রাবণী ফিরছেন মনফাগুন সিরিয়ালের ঋষি অভিনেতা শন ব্যানার্জীর বিপরীতে। কিন্তু এই খবর সত্যি নয় আসলে সম্প্রতি শন জানিয়েছেন তিনি এখন বাংলা সিরিয়ালে অভিনয় করবেন না। তাই আপাতত ছোট পর্দা থেকে দূরেই রয়েছেন তিনি।
এরপরেই শোনা গিয়েছিল শ্রাবণী ফিরবেন সৈয়দ আরেফিনের সঙ্গে। কিন্তু ইতিমধ্যেই সেই জল্পনাও ভুল প্রমাণিত হয়েছে। আসলে ‘জীবনসাথী’র পর আবারও জি বাংলায় ফিরছেন শ্রাবনী। তবে এবার তিনি জুটি বাঁধছেন নতুন নায়কের সাথে।
নতুন আপডেট অনুযায়ী এবার ব্লুজ প্রোডাকশনের নতুন সিরিয়ালে ফিরছেন শ্রাবণী। আর তাঁর বিপরীতে নায়ক হিসেবে যিনি রয়েছেন তিনি টেলিভিশনের পর্দায় একেবারে নতুন মুখ। পর্দার মাধবীলতার এই নতুন নায়কের নাম রায়ান। এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে এই নতুন সিরিয়ালের নাম হতে চলেছে ‘মুকুট’।
এখন দেখার শ্রাবণীর এই নতুন সিরিয়াল এসে টি আর পি তে কোনো উন্নতি করতে পারে কিনা। কারণ এই মুহূর্তে জি বাংলায় যে নতুন সিরিয়াল গুলি শুরু হয়েছে সে গুলি টি আর পি তালিকায় তেমন ভালো ফল করতে পারেনি। এই তালিকায় রয়েছে সোহাগ জল থেকে শুরু করে খোলা হাওয়া, রাঙা বৌ এবং ইচ্ছে পুতুল এর মতো সিরিয়ালগুলি।