বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। তাঁর অভিনীত ছবি আজও বাঙালির মনের মণি কোঠায় রয়েছে। তবে এবার মাধবীভক্তদের জন্য এক সুখবর পাওয়া গেল। আবারও পর্দায় দেখা যাবে তাকে। না কোনো সিনেমা বা ছোটপর্দা নয় এবার মিউজিক ভিডিওতে দেখে যাবে মাধবী মুখোপাধ্যায়কে। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের (Bhaswar Chatterjee) সাথেই নতুন মিউজিক ভিডিওর জন্য কাজ করবেন তিনি।
এটি একটি কাশ্মীরি মিউজিক ভিডিও হতে চলেছে। কার প্রথমের কিছুটা কলকাতর দৃশ্য রয়েছে তবে বাকিটা কাশ্মীরে শুটিং হয়েছে। তবে এখনো কিছুটা শুটিং বাকি রয়েছে, যেটা হয়তো কলকাতাতেই হতে পারে। দ্বিতীয় দফার কলকাতা শুটিংয়ের সময়েই মাধবী মুখোপাধ্যায়কে মিউজিক ভিডিওকে যুক্ত করার কথা ভাবেন ভাস্বর বাবু। অভিনেতা বলেন, ‘বাকি কলকাতার শুটিংয়ের আগে মনে হয়, মাধবী আন্টি থাকলে জৌলুস হাজার গুণ বেড়ে যাবে’।
এই চিন্তা মাথায় আসার পরেই অভিনেত্রীর সাথে যোগাযোগ করেন অভিনেতা। সমস্তটা জানানোর পর শেষে শুটিংয়ের জন্য অভিনেত্রীর বাড়িকেই বেছে নেওয়া হয় ও তাঁর অনুমতি চাওয়া হয়। মাধবী জানান, অন্য কেউ এপর্যন্ত অনুমতি পায়নি ঠিকই তবে ভাস্বরের জন্য চিরকালই তাঁর বাড়ির দরজা খোলা। এরপর সত্যজিৎ রায়ের চারুলতা অভিনেত্রীর বাসভবনেই শেষ হয় শুটিংয়ে পর্ব।
এতো গেল মিউজিক ভিডিওর শুটিংয়ের কাহিনী। এবার নেটিজনদের মনে প্রশ্ন জগতে শুরু করেছে, কেমন রূপে দেখা মিলবে মাধবী মুখোপাধ্যায়কে? যার উত্তরে ভাস্বরবাবু জানিয়েছেন অভিনেত্রীকে নববধূর চরিত্রে দেখা যাবে। বয়সে প্রবীণ হলেও মনের দিক থেকে আজও নববধূ এমন চরিত্রে মাধবীকে দেখতে পাবেন দর্শকেরা। এই শুটিং নিয়ে অভিজ্ঞতা কেমন প্রসঙ্গে অভিনেত্রী জানান, কাজ করে বেশ ভালো লেগেছে।
এরপর তার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতেও কি এমন মিউজিক ভিডিওতে দেখা যেতে পারে তাকে? যার উত্তরে তিনি জানান, ভাস্বরের সাথে কাজের সুযোগ এলে হ্যাঁ। তবে যদি অন্য কেউ প্রস্তাব দেয় তাহলে ভেবে দেখতে হবে। প্রসঙ্গত, এর আগে আরেক স্বর্ণযুগের নায়িকা লিলি চক্রবর্তীকে দেখা গিয়েছে মিউজিক ভিডিওতে। এনা সাহা প্রযোজিত ‘লিলি ডোন্ট বি সিলি’তে অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী।