• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুবছর পর শুটিং ফ্লোরে ফিরলেন মাধবী মুখোপাধ্যায়, প্রথমবার শর্ট ফিল্মে দেখা যাবে অভিনেত্রীকে

Updated on:

Madhabi Mukherjee back to shooting after two years

বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। তাঁর অভিনীত ছবি আজও বাঙালির মনের মণি কোঠায় রয়েছে। তবে এবার মাধবীভক্তদের জন্য এক সুখবর পাওয়া গেল। আবারও পর্দায় দেখা যাবে তাকে। দীর্ঘ দুবছর করোনা মহামারীর কারণে অভিনয়ের কাজ একপ্রকার বন্ধ ছিল। তবে এবার আবারও শুটিং ফ্লোরে ফিরলেন অভিনেত্রী।

যেমনটা জানা যাচ্ছেন পরিচালক প্রমিত ভৌমিকের পরিচালক নতুন ছবি ‘প্রবাহ’ এর জন্য শুটিং সারলেন অভিনেত্রী। শর্টফিল্ম গোছের এইচবির জন্য টানা দু দিনের শুটিং সারলেন তিনি। মাঝে অসুস্থ হয়ে  পড়েছিলেন অভিনেত্রী, তাছাড়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন সত্যজিতের ‘চারুলতা’। সন্ধ্যা ও মাধবী একেঅপরের প্রতিবেশী  ছিলেন।

Madhobi Mukherjee মাধবী মুখোপাধ্যায়

ছবির চিত্রনাট্য শুনে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছিলেন অভিনেত্রী। তবে খুব বেশি দূরে গিয়ে শুটিং এপর্যন্ত এড়িয়েই চলছেন তিনি। কলকাতার মধ্যে কাজ হলে শুটিংয়ের জন্য রাজি হচ্ছেন। এদিন অভিনেত্রীকে  তার শারীরিক অবস্থা ও নতুন করে কাজের  অভিজ্ঞতা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘বর্তমানে  ভালো আছি। দীর্ঘ অভিনয় জীবনে এই প্রথমবার শর্ট ফিল্মে কাজ করলাম। পরিচালকও নতুন, কাজ করে বেশ ভালো লাগলো’।

প্রসঙ্গত, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের (Bhaswar Chatterjee) সাথে একটি নতুন মিউজিক ভিডিও নিয়ে কাজ করছেন অভিনেত্রী। এটি একটি কাশ্মীরি মিউজিক ভিডিও যার প্রথমের কিছু অংশে কলকাতার কলকাতার দৃশ্য দেখানো হয়েছে। কলকাতার দৃশ্যের শুটিংয়ের জন্য অভিনেতা ভাস্বর নিজেই মাধবী মুখোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেন। প্রস্তাবে রাজিও হন অভিনেত্রী।

এরপর সত্যজিৎ রায়ের চারুলতা অভিনেত্রীর বাসভবনেই শেষ হয় শুটিংয়ে পর্ব। মাধবী জানান, অন্য কেউ এপর্যন্ত অনুমতি পায়নি ঠিকই তবে ভাস্বরের জন্য চিরকালই  তাঁর বাড়ির দরজা খোলা। জানা যাচ্ছে মিউজিক ভিডিওতে অভিনেত্রীকে নববধূর চরিত্রে দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥