• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিরিয়ালে এই প্রথম! একসাথে কাজ করবেন দুই কিংবদন্তি মাধবী মুখোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায়

Published on:

Madhabi Mukherjee and Sabitri Chatterjee will reportedly be seen together in a serial

বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন নতুন নতুন সিরিয়াল (Bengali serial) শুরুর হিড়িক পড়েছে। এর ফলে কপাল পুড়ছে পুরনো ধারাবাহিকগুলির। একদিকে ঝাঁপ পড়ছে একটি সিরিয়ালের অপরদিকে সঙ্গে সঙ্গে সেই স্থান দখল করে নিচ্ছেন একটি নতুন ধারাবাহিক। এবার এমনই একটি নতুন সিরিয়ালে একসঙ্গে দেখা যাবে বাংলার দুই কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) এবং সাবিত্রী চট্টোপাধ্যায়কে (Sabitri Chatterjee)।

মাধবী এবং সাবিত্রী- দু’জনেই দর্শকদের কাছে অত্যন্ত চেনা মুখ। দু’জনেই একসময় নায়িকা হিসেবে টলিউডে দাপিয়ে অভিনয় করেছেন এবং এখন নানান সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁদের। তবে বাংলা সিরিয়ালে কখনও একসঙ্গে কাজ করেননি এই দুই বর্ষীয়ান অভিনেত্রী। এবার সেই অসম্ভবই সম্ভব হতে চলেছে।

Madhabi Mukherjee and Sabitri Chatterjee

আর সেই কাজটি কে করে দেখাচ্ছেন জানেন? এই অসাধ্য সাধন করে দেখাচ্ছেন লীনা গাঙ্গুলী। দর্শকরা এতদিন সাবিত্রীকে স্টার জলসার ‘ধুলোকণা’ ধারাবাহিকে দেখছিলেন। তবে সদ্য শেষ হয়েছে সেই সিরিয়াল। অপরদিকে মাধবীকে অনেকদিন হয়ে গেল কোনও নতুন প্রোজেক্টে দেখা যায়নি।

টলিপাড়ার  বর্ষীয়ান অভিনেত্রী মাধবী কোভিড-১৯ মহামারীর পর থেকে নিজেকে শ্যুটিং ফ্লোর থেকে খানিক সরিয়ে রেখেছিলেন। কিন্তু এবার তিনিও শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন। সৌজন্যে লীনা গাঙ্গুলী। এত অবধি পড়ার পর এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে কোন ধারাবাহিকে একসঙ্গে দেখা যাবে এই দুই কিংবদন্তি অভিনেত্রীকে?

Madhabi Mukherjee and Sabitri Chatterjee

তাহলে জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ‘খড়কুটো’ জুটি অর্থাৎ তৃণা সাহা এবং কৌশিক রায়কে নিয়ে নতুন ধারাবাহিক আনছেন লীনা। সেখানেই প্রেমময় ঠাকুমার চরিত্রে দেখা যাবে মাধবী এবং সাবিত্রীকে।

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কৌশিক এবং তৃণার নতুন ধারাবাহিকের গল্প লেখা প্রায় শেষের দিকে। শীঘ্রই প্রোমো শ্যুট হবে লীনার নতুন সিরিয়ালের। প্রসঙ্গত, লীনার নতুন সিরিয়ালে কৌশিক এবং তৃণা ছাড়াও দ্বিতীয় লিড হিসেবে দেখা যাবে ‘ধুলোকণা’ ধারাবাহিকের লালন অর্থাৎ অভিনেতা ইন্দ্রাশিস রায়কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥