• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ো হাড়ের জোর! বর বেশে ধুতি পাঞ্জাবি পরে ধুমধাম করে বিয়ে করলেন মদন মিত্র, দেখুন নতুন কনে কে

Published on:

মদন মিত্র,মদন মিত্রের বিয়ে,টলিউড,বিয়ে,Madan mitra,madan mitra wedding,tollywood,viral video

বয়স সংখ্যা মাত্র, আর এটা কেবল মুখের কথা নয় এই প্রবাদ একেবারে সত্যি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন বাংলার কালারফুল বয় মদন মিত্র (Madan Mitra)। রাজনীতির মানুষ হয়েও পেজ থ্রির পাতা সব সময় কাঁপান তিনি। আর সমস্ত রাজনৈতিক নেতাদের মতো মোটেই ওমন গম্ভীর প্রকৃতির মানুষ নন মদন মিত্র।

বয়স বাড়লেও তার মনের রঙ এখনও ঝলমলে। বাংলার ক্রাশ তিনি। কোনোরকম রাজনৈতিক বক্তব্য ছাড়াও তিনি লাইভে এলে অনুরাগীরা ভীড় জমান সেখানে। সোশ্যাল মিডিয়ায় তুমুল সক্রিয় মদন মিত্রের জনপ্রিয়তা হার মানাবে যে কোনো তারকাকেও। আর তাকে ঘিরে প্রায়শই দেখা যায় টলি পাড়ার ‘লাভলি’ নায়িকাদের। সকলেই তার স্নেহধন্যা।

মদন মিত্র,মদন মিত্রের বিয়ে,টলিউড,বিয়ে,Madan mitra,madan mitra wedding,tollywood,viral video

কখনো তিনি গলা ছেড়ে গান গান, তো কখনও তিনি টলি সুন্দরীদের সঙ্গে মাতেন দোল উৎসবে, কখনও ফুল নিয়ে পৌঁছে যান টেলি নায়িকাকে শুভেচ্ছা জানাতে। ধরাবাঁধা রাজনৈতিক নেতা মন্ত্রীদের সঙ্গে তাকে এক করে ফেলা যায়না কালারফুল বয় মদনকে।

মদন মিত্র,মদন মিত্রের বিয়ে,টলিউড,বিয়ে,Madan mitra,madan mitra wedding,tollywood,viral video

তার পোশাকি পরিচয় তিনি কামারহাটির বিধায়ক। কিন্তু এবাদেও তার একাধিক পরিচয় রয়েছে। খুব শিগগিরই নাকি অভিনেতা হিসেবেও অভিষেক হবে তার, গায়ক হিসেবে আত্মপ্রকাশ তো কবেই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা দেখে চোখ উঠবে কপালে।

তবে এবার এক্কেবারে সাতপাক ঘুরে, বর বেশে বিয়ে করলেন মদন মিত্র। ভাবছেন তো এই বয়সে আবার কাকে বিয়ে করলেন মদন, কিন্তু বয়স যতই হোক মদন মিত্রর জন্য কিন্তু কম মহিলা পাগল নন। তবে সেদিকে নজর না দিয়ে নিজের স্ত্রীকেই বিয়ে করেছেন মদন। যদিও এটা একটি প্রমোশনাল ইভেন্টের অংশ। সেই ইভেন্টেই নিজের বউয়ের সাথেই শুভদৃষ্টি করে, মালাবদল করলেন ‘বর’ মদন। ৪২ বছরের দাম্পত্যের পর আবার নতুন করে স্ত্রীকেই বিয়ে করলেন কালারফুল বয়। আর তার বিয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥