করোনার দ্বিতীয় ঢেউ (Corona second wave) ইতিমধ্যেই বাড়বাড়ন্ত আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে পালিত হচ্ছে আংশিক লকডাউনও (Lockdown) । আর এর মধ্যেই ৬ই মে জন্মদিন পড়েছিল অভিনেত্রী মানালি দে’র। স্বভাবতই বাড়িতে থেকেই বিশেষ দিন কাটাতে হয়েছে অভিনেত্রীকে। বিয়ের পর এই প্রথম জন্মদিন, তাও হইহল্লা করার সুযোগ নেই। বেজায় মন খারাপ ছিল তার।
কিন্তু মন খারাপের ওষুধ হয়ে মানালির বাড়িতে এদিন ফুল নিয়ে পৌঁছে গেলেন ‘বাংলার ক্রাশ’ মদন মিত্র। সবুজ পাঞ্জাবি, স্টাইলিশ সানগ্লাস আর গলায় রঙচঙে উত্তরীয় ঝুলিয়ে মানালির মন ভালো করতে হাজির হয়ে গিয়েছিলেন সবার প্রিয় মদন দা। সঙ্গে ছিলেন মানালির স্বামী অভিমুন্য দে-ও।
এই কঠিন পরিস্থিতি আনন্দ, হাসি, ঠাট্টা ভুলতেই বসেছে মানুষ। শারিরীক দূরত্ব বাড়াতে বাড়াতে কখন যেন বাড়তে বসেছে মনের দূরত্বও। মানুষ ক্রমেই বন্দী হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। আর সবার মতো মানালির জন্মদিনেও সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে শুভেচ্ছাবার্তায়।
দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন মদন মিত্র। অবস্থাও খানিক সঙ্কটজনকই হয়ে উঠেছিল। কিন্তু অসম্ভব প্রাণ শক্তির জেরে করোনা প্রকোপ কাটিয়ে, নির্বাচনী যুদ্ধেও জিতে ফিরেছেন মদন মিত্র। মদন মিত্রের প্রচারে মানালি দারুণ কাজ করেছিলেন। তাই ব্যস্ততা মিটিয়ে মানালির কাছে ঠিক পৌঁছে গেলেন মদন মিত্র।