• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বল্প পোশাকে বোল্ড লুকসে নেটপাড়ায় ঝড় তুললেন মিঠুনের পুত্রবধূ মাদালসা শর্মা, তুমুল ভাইরাল ছবি

মাদালসা শর্মা (Madalsa Sharma) মূলত হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীদেড় মধ্যে একজন। তবে, অভিনেত্রীর আরো একটি পরিচয় রয়েছে। বাংলার প্রিয় টলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছেলে মহাক্ষয় চক্রবর্তীর বউ মাদালসা। অর্থাৎ টলিউডের রকস্টারের পুত্রবধূ মাদালসা শর্মা। মিঠুনের ছেলে মহাক্ষয় অভিনয়ে নামতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তবে ছেলে না পারলেও হিন্দি সিরিয়ালের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বউমা মাদালসা।

Madalsa Sharma Mithun Chakraborty মাদালসা শর্মা মিঠুন চক্রবর্তী

   

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় মাদালসা শর্মা। মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করে অনুগামীদের মাতিয়ে রাখেন অভিনেত্রী। কখনো হালকা রঙের ট্রান্সপারেন্ট শাড়ি তো কখনো স্বল্প পোশাকে বোল্ড লুক। নিজের লাস্যময়ী রূপে নেটিজেনদের বিভোর করতে বেশ পটু অভিনেত্রী।

Madalsa Sharma  মাদালসা শর্মা

শশুর মশাই অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সাথে বেশ ভাব রয়েছে মাদালসার। প্রায়শই মিঠুন চক্রবর্তীর সাথে দেখতে পাওয়া যায় মাদালসাকে। এমনকি বউমার শুটিং সেটা মিঠুন নিজে যান খাবার দিতে। একসময় এই খবর প্রকাশ্যে আসতে ভাইরাল হয়ে পড়েছিল।

Madalsa Sharma  মাদালসা শর্মা

সম্প্রতি অভিনেত্রী নিজের কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে স্বল্প পোশাকে বোল্ড লুকে হাজির হয়েছেন মাদালসা শর্মা। আর তার ছবি শেয়ার হওয়া মাত্রই ঝড় উঠেছে নেটপাড়ায়। হাজার হাজার লাইক আস্তে শুরু করেছে অভিনেত্রীর ছবিতে। এক কোথায় বলতে গেলে মাদালসা শর্মার ছবি এখন সুপার ভাইরাল নেটিজেনদের দৌলতে।

Madalsa Sharma  মাদালসা শর্মা

 

site