টেলিভিশন জগতের নায়িকাদের মধ্যে নতুন সেনসেশন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বৌমা। বর্তমানে বলিপাড়ার শোরগোলের মাঝেই আর এক অভিনেত্রীর নাম বহুল চর্চিত। নিজের অভিনয় ক্ষমতার জন্যই চর্চিত হচ্ছে অভিনেত্রী মাদালসা শর্মা (Madalsa Sharma) নামটি। খ্যাতনামা অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা অভিনয় করছেন স্টারপ্লাসের মেগাসিরিয়াল ‘অনুপমা (Anupama)’-য়। সিরিয়ালে ‘কাব্য’-র চরিত্রে অভিনয় করছেন তিনি। আর অভিনয়ের খাতিরেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী।
মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী তথা মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ হলেন অভিনেত্রী মাদালসা শর্মা (Madalsa Sharma)। ছেলে মহাক্ষয় অভিনয়ে নামতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তবে ছেলে না পারলেও হিন্দি সিরিয়ালের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী মাদালসা শর্মা। মেগাসিরিয়ালে নিজের অভিনয় দিয়েই মন জয় করেছেন লক্ষ লক্ষ মানুষের। তাই অভিনেত্রীর জনপ্রিয়তাও বেড়েছে পাল্লা দিয়ে।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় মাদালসা, রয়েছে ব্যাপক জনপ্রিয়তাও। মাঝে মধ্যেই নানান ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। যেগুলি নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পরে নেটপাড়ায়। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে এই মহামারীকালে মাস্ক পড়ার জন্য বারবার সচেতন করার পরেও মানুষ কিভাবে অসচেতন ও মাস্ক ব্যবহার করছেন না ঠিক করে সেই ছবিই তুলে ধরতে চেয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
লোকেদের মাস্ক পড়ার ধরণ দেখতে কখনো থুতনিতে কখনো কানে তো কখনো মাথায় মাস্ক পড়েছেন মাদালসা। আর শেষে দেখিয়েছেন কিভাবে ঠিক করে মাস্ক পড়া উচিত। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী আবার জিজ্ঞাসা করেছেন তিনি কোনো স্টাইল বাদ দিয়ে ফেলেছেন কি না!