• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০২১কে স্বাগত জানাতে মেকআপ রুমেই তুমুল নাচে মত্ত মিঠুনের পুত্রবধূ, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

madalsa sharma mithun chakraborty

টলিউডের (Tollywood) ডিস্কোডান্সার তথা বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে, বাঙালি অভিনেতা বললে হয়তো ভুল বলা হবে কারণ বাংলা ছবি থেকে শুরু করে হিন্দি ছবি সবেতেই সমান ভাবে নিজের অভিনয়ের পারদর্শিতার নিদর্শন রেখেছেন মিঠুন চক্রবর্তী। সে বাঙালির ফাটাকেষ্টই হোক আর প্রথম ডিস্কো  ড্যান্সার! অভিনেতা মিঠুন বাঙালির হৃদয়ে ছিলেন আছেন থাকবেন। মিঠুন চক্রবর্তীর পর তার ছেলে মহাক্ষয় চক্রবর্তীও অভিনয়ে পা রেখেছিল। কিন্তু, সেভাবে সাফল্য পায়নি। মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী তথা মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ হলেন অভিনেত্রী মাদালসা শর্মা (Madalsa Sharma)। মহাক্ষয় না পারলেও হিন্দি সিরিয়ালের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী মাদালসা। শশুরমশাই অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সাথে বেশ ভাব, প্রায়শই সোশ্যাল মিডিয়াতে পুত্রবধূ মাদালসার সাথে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে।

Mithun Chakraborty daughter in law Madalsa Sharma মিঠুন চক্রবর্তী পুত্রবধূ মাদালসা শর্মা

অভিনেত্রী মাদালসা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজের ও নিজের কাজের ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি ২০২০ সালের বিদায় বেলায় একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। ভিডিওতে, ২০২০কে বিদায় ও নতুন বছর ২০২১কে স্বাগত জানাতে মেকআপ রুমের মধ্যেই তুমুল নাচে মেতে উঠেছেন অভিনেত্রী। ভিডিওতে একটি ব্ল্যাক কালারেও ওয়ান পিস্ ড্রেসে দেখা যাচ্ছে মাদালসা শর্মাকে। ভিডিও শেয়ার করে ২০২০কে বিয়ের ও আগামী বছরের শুভেচ্ছা জানিয়েছেন মাদালসা।

Mithun Chakraborty daughter in law Madalsa Sharma মিঠুন চক্রবর্তী পুত্রবধূ মাদালসা শর্মা

আর মাদালসার এই তুমুল নাচের ভিডিও শেয়ার করার পর থেকে ভিডিওটি বেশ ভাইরাল হয়ে পড়েছে। এছাড়াও মাদালসা নতুন বছরে নিজের কিছু ছবিও শেয়ার করেছেন। ছবিতে গ্রে কালারের শাড়িতে দারুন সুন্দর লাগছে অভিনেত্রীকে। ছবি গুলিও বেশ ভাইরাল হয়ে পড়েছে শেয়ার করার পর থেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥