টেলিভিশনের পর্দায় বছর বছর কত সিরিয়াল (Serial) যায় আর আসে। কিন্তু এমন কিছু সিরিয়াল থেকে যায় যা শেষ হয়ে গেলেও তার ছাপ থেকে যায় দর্শকদের মনের মধ্যে। বাংলা টেলিভিশনের এমনই একটি কালজয়ী মেগা সিরিয়াল ছিল স্টার জলসার ‘মা’। ২০০৯ থেকে ২০১৪ একটানা প্রায় ৫ বছর ধরে চলেছিল এই জনপ্রিয় মেগা সিরিয়াল।
দর্শকরা জানেন ধারাবাহিকের শুরু থেকেই মাকে খুঁজতে খুঁজতেই বড় হয়ে গিয়েছিল ছোট্ট ঝিলিক (Jhilik)। ধারাবাহিকে ছোট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় শিশু শিল্পী তিথি বসু (Tithi Basu)। এখন যদিও পর্দার সেই ঝিলিক আর ছোট্টটি নেই এখন বেশ বড় হয়ে গিয়েছে সে। এই ধারাবাহিকেই ঝিলিকের ভাই বিল্টু চরিত্রে অভিনয় করেছিলেন আরও এক জনপ্রিয় শিশু অভিনেতা আয়ুশ দাস (Ayush Das)।
দিদির মতই এখন বেশ বড় তার ভাইও। ‘মা’ সিরিয়াল শেষ হওয়ার পর মাঝখানে কেটে গিয়েছে প্রায় এক দশক। এই কটা বছরে বদলে গিয়েছে অনেক কিছুই। তবে আজও একই আছে পর্দার এই দিদি ভাইয়ের সম্পর্ক। রবিবাসরীয় ছুটির দিনে বহুদিন পর পর্দার ঝিলিকের সাথে দেখা হল তার হারিয়ে যাওয়া ভাই বিল্টুর। এবার তারা দুই ভাইবোনে মিলেই মাকে খোঁজার পরিকল্পনা করছে।
ব্যাপারটা তাহলে খোলসা করেই বলা যাক। আসলে এদিন সোশ্যাল মিডিয়ায় অনস্ক্রিন ভাই বিল্টু অভিনেতা আয়ুশ দাসের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন তিথি। ছবিতে দেখা যাচ্ছে পর্দার বিল্টুর পরনে রয়েছে হলুদ টি শার্ট আর জিন্স আর ঝিলিক অভিনেত্রী তিথি পরেছিলেন প্রিন্টেড টপ আর জিন্স।
দুজনেই হাসিমুখে পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েএই ছবির সাথে ছবির মতোই একটি মিষ্টি ক্যাপশন দিয়ে অভিনেত্রী লিখেছেন ‘বিল্টু আর ওর হারিয়ে যাওয়া দিদি পরী (ঝিলিক)। অবশেষে দিদিকে খুঁজে পেল তার ভাই। এবার একসাথে মাকে খোঁজা হবে। অনস্ক্রিন ভাই হতে হতে কবে যে সত্যিই নিজের ভাই হয়ে গিয়েছে বুঝিনি’।
এতবছর পর পর্দার ঝিলিক বিল্টুকে একসাথে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শক কেউ লিখেছেন ‘তোমাদের দুজনকে সত্যিই একদম নিজের ভাই বোন লাগে’। আবার কেউ লিখেছেন ‘সেই দিনগুলো মিস করি।’