• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দায় কাজ পাচ্ছেন না ‘ঝিলিক’! ‘মা’ খ্যাত তিথিকে ফুড ভ্লগিং করতে দেখেই কটাক্ষ নেটিজেনদের

Published on:

Maa serial fame actress Tithi Basu got trolled for making food vlogging video

বাংলা টেলিভিশনের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মা’ (Maa)। মা-মেয়ের গল্পের এই ধারাবাহিকের সৌজন্যে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন পর্দার ঝিলিল ওরফে তিথি বসু (Tithi Basu)। ‘মা’এর সৌজন্যেই বাংলার দর্শকদের ড্রয়িং রুমের অংশ হয়ে উঠতে পেরেছিলেন খুদে অভিনেত্রী। তবে সেই ধারাবাহিক শেষ হওয়ার পর আর তিথিকে সেভাবে পর্দায় দেখা যায়নি।

পড়াশোনায় মন দেবেন বলে অভিনয় দুনিয়া থেকে সরে এসেছিলেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক। এখন কলেজে পড়ছেন অভিনেত্রী। তবে এখন পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের ফলোয়ার বাড়ানোর দিকেও মনোনিবেশ করেছেন তিথি।

Tithi Basu

মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ছবি, ভিডিও পোস্ট করেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক। এর মাধ্যমেই অনুরাগীদের সঙ্গেও যোগাযোগ রাখেন অভিনেত্রী। তবে এবার এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওর জন্যই চরম ট্রোল (Trolled) হতে হচ্ছে তিথিকে।

Tithi Basu

সম্প্রতি একজন নামী ফুড ভ্লগারের সঙ্গে ভিডিও বানিয়েছেন তিথি। সেখানে দেখা গিয়েছে, নিজের প্রেমিক এবং সংশ্লিষ্ট ফুড ভ্লগারের সঙ্গে নিউ মার্কেটের ‘বাহারে আহারে’ ফুড ফেস্টিভ্যালে গিয়েছেন ছোটপর্দার ঝিলিক। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

আর এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনদের একাংশ তিথিকে উদ্দেশ্য করে নানান ধরণের মন্তব্য করতে থাকেন। নেটিজেনদের একাংশের মতে, ‘মা’ ধারাবাহিকের পর অভিনেত্রী আর কাজ পাচ্ছেন না বলেই নাকি এখন বাধ্য হয়ে ফুড ভ্লগিং করছেন।

তবে ফুড ভ্লগিং করে ট্রোলড হলেও তিথি নিজে বিষয়টিকে নিয়ে এখনও মুখ খোলেননি। অভিনেত্রীর অনুরাগীরাও এই বিষয়টিকে খুব একটা পাত্তা দিতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তম শিশুশিল্পীদের মধ্যে একজন তিথি। ফুড ভ্লগিং করে পর্দার ঝিলিক যতই কটাক্ষের শিকার হোন না কেন তাঁর অনুরাগীরা কিন্তু তাঁর পাশ থেকে সরে যাননি। বরং অভিনেত্রীর ফুড ভ্লগিংয়ের ভিডিও তাঁদের বেশ ভালোই লেগেছে। অনেকে অবশ্য আবার এও জানিয়েছেন, তিথিকে তাঁরা পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥