সিরিয়াল প্রেমী দর্শকদের মধ্যে দিনে দিনে বাড়ছে ধর্মীয় সিরিয়ালগুলির জনপ্রিয়তা। দর্শকদের পছন্দের এমনই একটি মেগা সিরিয়াল হল জি বাংলার ‘করুণাময়ী রানি রাসমণি’ (Karunamoyi Rani Rashmoni)। রাণিমার মৃত্যুর পর শুরু হয়েছে ‘রাসমণি উত্তর পর্ব’। এই পর্বে রানিমার মৃত্যুর পরেই প্রয়াত হয়েছেন সকলের প্রিয় মথুরবাবু।
অন্যদিকে সিরিয়ালে আগমন ঘটেছে একাধিক নতুন চরিত্রের। নানান ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে রানি রাসমণির পরিবারের নাতি, নাতবৌদের সংসার ধর্ম নিয়ে এগিয়ে চলেছে সিরিয়ালের গল্প। ইতিমধ্যেই ধারাবাহিকে বিশেষ কারণে বদল হয়েছে মা ভবতারিণী চরিত্রের অভিনেত্রী এবং রানিমার মেজ মেয়ে জগদম্বা চরিত্রের অভিনেত্রীর।

ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে জগদম্বা চরিত্রে মিমি দত্তের অভিনয়। সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী দেখা যাচ্ছে জগদম্বার প্রয়াত স্বামী মথুরবাবু মন্দির নির্মাণের জন্য জমি কিনেছিলেন। সেখানে মন্দির তৈরি করতে গিয়ে এখন নানা বাধার মুখে পড়তে হচ্ছে। তাদের।নানা ঘটনাক্রমে এসেছে সাহেব ভুতের (Saheb Vut) প্রসঙ্গও।

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে মৃত্যুর পর এক সাহেব ভূতের আত্মা মুক্তি পায়নি। তাই সেই প্রেত আত্মাকে মুক্তি দিতে তার সৎকার করেছে স্বয়ং রামকৃষ্ণ(Ramkrishna)। পুজোপাঠ করে সেই অসাধ্য সাধন করেছে গদাধর। ভূতের বিদায় হতেই চারদিকে শুরু হয়েছে মন্দির তৈরির তোড়জোড়।
এসবের মধ্যেই সিরিয়ালে দেখা যাচ্ছে জগদম্বার স্বপ্নে এসেছেন স্বয়ং মা অন্নপূর্ণা। জগদম্বাকে স্বপ্নাদেশে স্বয়ং মা জানিয়েছেন তার জন্য বড় করে মন্দির তৈরি করা হচ্ছে, এতে তিনি খুশী হয়েছেন। কিন্তু সেই সাথে দেবীর সাবধানবানি মন্দির তৈরি করা হলেও তা যেন তার মায়ের কীর্তি কে ছাপিয়ে না যায় সেদিকে খেয়াল রাখা হয়।














