• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতে স্পষ্ট ট্যাটু! বিজয়াতে শাড়ী নয়, হট ওয়েস্টার্ন ড্রেসে উষ্ণতা ছড়ালো মা সিরিয়ালের ঝিলিক

বাংলায় ধারাবাহিকের অভিনেত্রী তিথি বাসু। তবে অভিনেত্রীকে মানুষ বা আরো ভালো ভাবে বলতে গেলে দর্শকেরা ঝিলিক নামেই চেনে। কারণ, একসময় ষ্টার জলসার পর্দায় ‘মা’ সিরিয়ালে অভিনয়ের জেরেই বিখ্যাত হয় তিথি। তবে দিন বদলে গেছে, সেই ছোট্ট ঝিলিক এখন অনেক বড় হয়ে গিয়েছে। যদিও অভিনয় জগতে অতটা চোখে পরে না তিথি ওরফে ঝিলিককে তবে বর্তমানে মডেলিং এ বেশ আগ্রহী এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। প্রায়শই নিজের ফটোশুটের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। ফটোসূত্রে বলতে মাঝে মধ্যেই সাহসী ওয়েস্টার্ন লুকে ফোটোশুটে দেখা যায় অভিনেত্রীকে। যার ফেল নেটিজনদের সমালোচনার ঝড় ওঠে ছবি গুলি নিয়ে।

   

গতকাল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের দশমী ছিল, দশমী উপলক্ষে অনেক বাঙালি অভিনেত্রী নিজেদের শাড়ি পড়া ছবি দিয়ে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এদিন ঝিলিক অর্থাৎ তিথি তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন, তবে বাঙালি সাজে না। একেবারে উষ্ণ অবতারে ওয়েস্টার্ন ড্রেসে হাজির হয়েছেন তিথি বাসু। সাথে ছবির ক্যাপশনে লিখেছেন ‘ আমার হাসি ঝরে পড়ছে ও আমার ত্বক দ্যুতিময়। এরা এভাবেই উজ্জ্বল, আমি জানি তুমি দেখেছো ‘!

 

View this post on Instagram

 

My smile is beamin’, my skin is gleamin’ The way it shine, I know you’ve seen it! ? my favourite- @s.c___photography

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s) on

তিথির এই ছবিটি বর্তমানে নেটদুনিয়াতে ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে মাত্র ৪ ঘন্টা হয়েছে ইতিমধ্যেই ছবিতে দর্শকের সংখ্যা পেরিয়েছে ৫ হাজারেরও বেশি। ৪ হাজারেরও বেশি দর্শকে ছবিটি লাইক করেছেন। অনেকেই ছবিতে মন্তব্যও করেছেন। কিছু নেটিজেন যেমন সুন্দর ছবি বলেছেন। তেমনি অনেকেই আবার অভিনেত্রীকে কটাক্ষ করেছেন। আসলে ধারাবাহিকে দর্শকেরা ঝিলিককে যেভাবে দেখে অভ্যস্ত তা আসল জীবনে দেখতে না পাওয়ায় বেশ হতাশ নেটিজেনরা।

site