• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য ডুবলেই রূপের তেজে জ্বলে উঠি! মা সিরিয়ালের ঝিলিকের হট ছবিতে উষ্ণ নেটপাড়া

Published on:

তিথি বাসু Tithi Basu

‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’ আজ বাঙালির মনের মনিকোঠায় রয়ে গিয়েছে এই গানটি। না কোনো বিখ্যাত সিনেমা নয়, জনপ্রিয় এক বাংলা সিরিয়াল ‘মা’ এর গান এটি। একসময় বাঙালির ঘরে ঘরে সন্ধে বেলায়  শঙ্খধ্বনির সাথে সাথে বেজে উঠত এই গান। কারণ ছোট থেকে বড় বাড়ির সকলেই চলে আসতেন টিভির সামনে। সিরিয়ালে মা হারা এক ছোট্ট মেয়ে ঝিলিকের মাকে খোঁজার গল্প দেখতে। সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক হল অভিনেত্রী তিথি বাসু।

তিথি বাসু Tithi Basu

গল্পে মা হারা মেয়েটির মাকে খুঁজে পাওয়ার কঠিন পথ আর জীবনের নানান সমস্যাই তুলে ধরা হয়েছিল টিভির পর্দায়। যেটা  ঝিলিক থুড়ি তিথি বাসুর অভিনয়ের মধ্যে দিয়ে মন ছুঁয়ে গিয়েছিল লক্ষ লক্ষ দর্শকদের। সিরিয়ালের জেরে এতটাই জনপ্রিয় জনপ্রিয় হয়েছিল অভিনেত্রী যে আজ অনেকেই তাকে আসল নাম তিথি নয় বরং সিরিয়ালের নাম ঝিলিক নামেই চেনে।

তিথি বাসু Tithi Basu Jhilik ঝিলিক

কিন্তু, সিরিয়াল শেষ হয়ে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। সময়ের সাথে সাথে বেড়েছে তিথি ওরফে ঝিলিকের বয়স। আর বয়স যত বেড়েছে ততই যেন লাস্যময়ী নায়িকাতে পরিণত হয়েছে তিথি। আজকের তিথিকে দেখে বোঝাই দায় যে এককালে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিল এই মেয়ে।

তিথি বাসু Tithi Basu ঝিলিক

তিথি বাসু মডেল হতে চান, তাই ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি মডেলিং ও ফটোশুট করেন। আর এখনকার জেনারেশনের মতোই সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিথি। নিজের মডেলিং ও ফটোশুটের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। তাতেই কেল্লাফতে! ইতিমধ্যেই তিথির অনুগামীর সংখ্যা প্রায় ১ লক্ষ ছুঁই ছুঁই।

তিথি বাসু Tithi Basu Jhilik ঝিলিক

মাঝে মধ্যেই বোল্ড অবতারে হাজির হন আজকের ঝিলিক তথা তিথি বাসু। যার জেরে প্রশংসা থেকে শুরু করে কটাক্ষ সবই পেয়েছেন তিথি। সম্প্রতি বোল্ড অবতারে হাজির হয়েছেন তিথি। আর বোল্ড ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সূর্য ডুবলেই নিজের রূপের জেল্লায় উজ্জ্বল হয়ে উঠি’। আর এই ছবি শেয়ার হবার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

তিথি বাসু Tithi Basu

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥