স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। অনুজ, গুড্ডি এবং যুধাজিতের কাহিনী দর্শকদের বেশ পছন্দের। টিআরপি তালিকায় কখনওই কামাল দেখাতে পারেনি, তবে বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে এই সিরিয়াল। এবার লীনা গাঙ্গুলীর এই জনপ্রিয় ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন এক নামী অভিনেত্রী।
স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। গুড্ডি, শিরিন এবং অনুজের কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। ত্রিকোণ প্রেম, পরকীয়া দেখিয়ে বহুবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখেও পড়েছে এই ধারাবাহিক। পরে অবশ্য যুধাজিতের এন্ট্রির পর সিরিয়ালের জনপ্রিয়তা বেড়েছে।
এখন অবশ্য ধারাবাহিকের গল্প বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে। মারা গিয়েছে অনুজ, সেই সঙ্গেই বড় হয়ে গিয়েছে পুবলু এবং রেশমিও। এখন গুড্ডি, অনুজ, যুধাজিতকে ছেড়ে পুবলু এবং রেশমির ওপরই ফোকাস করা হচ্ছে। তবে এবার সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন মিঠি অভিনেত্রী লাভলি মৈত্র (Lovely Maitra)।
‘গুড্ডি’র নিয়মিত দর্শকরা জানেন, মিঠি হল অনুজের বৌদি। এই সিরিয়ালের হাত ধরেই অনেকদিন পরে ছোটপর্দায় কামব্যাক করেছিলেন ‘জল নূপুর’ নায়িকা। তাঁর চরিত্রটি দর্শকদের বেশ পছন্দও হয়েছিল। বিশেষত মাঝেমধ্যে মিঠি যেভাবে শিরিনকে উচিত শিক্ষা দিতো তা বেশ ভালোলাগতো দর্শকদের।
মিঠি রূপে লাভলিকে দেখতে দর্শকদের বেশ ভালোলাগছিল দর্শকদের। কিন্তু হঠাৎই সিরিয়াল থেকে সরে দাঁড়ান অভিনেত্রী। কিন্তু কেন? সম্প্রতি ধারাবাহিক ছাড়ার কারণ নিয়ে মুখ খোলেন লাভলি নিজে। অভিনেত্রী জানান, তাঁর শরীর ভালো নেই। অসুস্থতার কারণেই সিরিয়াল ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। লাভলি জানান, অসুস্থ শরীর নিয়ে শ্যুটিং চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। সেই কারণে বাধ্য হয়ে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
লাভলি সিরিয়াল ছেড়ে দেওয়ার পর ‘গুড্ডি’তে এন্ট্রি নিয়েছেন নতুন মিঠি। সেই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শম্পা বন্দ্যোপাধ্যায়। বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তিনি বেশ পরিচিত মুখ। এর আগে তাঁকে স্টার জলসার ‘ধুলোকণা’ ধারাবাহিকে নায়িকা ফুলঝুরির মায়ের চরিত্রে দেখেছেন দর্শকরা।