• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৪ বছরের বড় পরিচালকের প্রেমে মজেছেন ‘ত্রিনয়নী’র নয়ন! ছবি শেয়ার করতেই নেটপাড়ায় হইচই

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নতুন মুখ ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নয়ন ওরফে শ্রুতি দাস। প্রথম ধারাবাহিকেই দর্শকদের বিপুল ভালোবাসা কুড়িয়েছেন এই টেলি নায়িকা। প্রায়শই খবরের শিরোনামেও উঠে আসেন তিনি।

টেলি-পাড়ায় নায়িকা পরিচালকদের প্রেমের উদাহরণ অজস্র রয়েছে। সেইরকমই এখন ইন্ড্রাস্ট্রির সবচেয়ে চর্চিত জুটি হল নয়ন ওরফে শ্রুতি এবং ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

ত্রিনয়নীর শ্যুটিং সেটেই পরিচালক স্বর্ণেন্দুর প্রেমে পড়েন কাটোয়ার মেয়ে শ্রুতি। ১৪ বছরের বড় পরিচালককে নিজেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন শ্রুতি,প্রথমে পরিচালক তাকে বিশেষ পাত্তা দেননি। কিন্ত, কথায় আছে না ‘পিরিতি কাঁঠালের আঠা লাগলে পড়ে ছাড়েনা’। প্রথমে অস্বীকার করলেও শেষমেশ নয়নই হয়ে ওঠে পরিচালকের নয়নের মণি।

১ বছর প্রেম করার পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অফিশিয়ালি নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন পরিচালক-নায়িকার জুটি। শ্রুতি তাদের ছবি শেয়ার করতেই উঠে এসেছে রকমারি মন্তব্য। অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যুগলকে। অনেকের লিখছেন যত আদিখ্যেতা।

তবে এই কটুক্তির জবাবে অকপটে শ্রুতি ক্যাপশানে লেখেন, “হেটার্সদের মুখে ঝামার বদলে বিজয়ার মিষ্টির রস ঘষবো তো ভি আচ্ছা। তোকে নিয়ে আমার আদিখ্যেতা ছিল, আছে, থাকবে। একসাথেই লড়বো সমাদ্দার বাবু”।

হেটার্স দের মুখে ঝামার বদলে বিজয়ার মিষ্টির রস ঘষব তো ভি আচ্ছা ? তোকে নিয়ে আমার আদিখ্যেতা ছিল ? আছে ? থাকবে ❤ একসাথেই লড়ব বাবি

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥