ইংল্যান্ডের বিপরীতে চলতি সিরিজের শেষ টেস্ট থেকে ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন ভারতীয় দলের স্পিডস্টার জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah)। এমনকি ভারতীয় দলেও দেখা মিলছে না জসপ্রীত বুমরাহকে। কিন্তু কেন? তিনি কী অসুস্থ? বেজায় চিন্তিত অনুগামীরা।
আর তার রহস্য উন্মোচন করেই জানা গেল কোনো অসুস্থতা নয়, বরং শীঘ্রই বিয়ে করতে চলেছেন জসপ্রীত।
যদিও ছুটির কারণ সম্পর্কে বুমরাহ নিজে থেকে কিছুই জানাননি।
তবে বিসিসিআই সংবাদসংস্থাকে বলেছে, বিয়ে করছেন বুমরাহ, এ কথা বিসিসিআইকে জানিয়েছেন বুমরাহ। আর তাই বিয়ের যাবতীয় প্রস্তুতি সারতেই ছুটি কাটাচ্ছেন জসপ্রীত।
তবে কাকে বিয়ে করতে চলেছেন জসপ্রীত বুমরাহ? জানা যাচ্ছে, স্টার স্পোর্টসের বিখ্যাত সঞ্চালিকা সঞ্জনা গণেশনকে বিয়ে করতে চলেছেন জসপ্রীত।
View this post on Instagram
আইপিএলের (IPL) সময় কলকাতা নাইট রাইডার্সের বিশেষ শো ‘নাইট ক্লাব’- এর সঞ্চালনা নিয়মিত করতেন তিনি। কাজেই, আগে থেকেই যে এই সূত্রে সম্পর্ক তা বুঝতে বাকি নেই নেটনাগরিকদের। সূত্রে খবর, আগামী ১৪ মার্চ গোয়াতে সাত পাকে বাঁধা পড়বেন জসপ্রীত বুমরাহ এবং সঞ্জনা গণেশন। আরও জানা যাচ্ছে,IPL-এর প্রথম ম্যাচ থেকে দেখতে পাওয়া যাবে জসপ্রীত বুমরাহকে।